শনিদেবের মাহাত্ম্য বৈদিক জ্যোতিষে বিশেষ গুরুত্ব নিয়ে এসেছে। শনিদেব হলেন, আয়ু, দুঃখ, রোগ, কর্ম, সেবার আদি কারক। জ্যোতিষ গণনায় শনিদেবকে মনে করা হয় কর্মফলদাতা। তিনি কর্মফলের হিসাবের খতিয়ান নিয়ে বসেন। তিনি দণ্ডনায়ক। শনিদেব একটি রাশি থেকে আরেকটি রাশিতে ৩০ বছর বাদে প্রবেশ করেন। তিনি অত্যন্ত ধীর গতিতে চলেন। যার ফলে এই দীর্ঘ সময় লাগে। আর এই দীর্ঘ সময় ধরে তিনি বহু রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলেন। চলতি ২০২৫ সালে আসছে শনিদেবের মার্গী। বছরের শেষে রয়েছে শনিদেবের মার্গী অবস্থা। যার ফলে বহু রাশি লাভ পেতে চলেছেন। দেখা যাক, লাকি কারা।
কর্কট
শনিদেব আপনার রাশিতে নবমভাবে বিচরণ করছেন। এই সময় আপনি ভাগ্যের সঙ্গত সর্বদা পাবেন। এই সময় কাজের সূত্রে আপনি কোথাও যেতে পারেন। কোনও ধার্মিক বা মাঙ্গলিক যাত্রা করতে পারেন। শনিদেব আপনার রাশিতে সপ্তম বা অষ্টমভাবের স্বামী। এই সময় বিবাহিতদের জীবন ভালো থাকতে চলেছে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। এই সময় গবেষণার ক্ষেত্রে খুবই সাফল্য পাবেন।
বৃষ
শনিদেব আপনার রাশিতে আয়ের ভাবে বিচরণ করছেন। ফলে আয়ের দিক থেকে এই সময় তুমুল উন্নতির রাস্তা খুলে যাবে। আয়ের নতুন নতুন উৎস বের হবে। সুখ সুবিধা ফুলেফেঁপে উঠবে। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়তে থাকবে। পদোন্নতির সুযোগ আসবে। পারিবারিক জীবন আনন্দে কাটবে। নতুন নতুন উৎস থেকে টাকা আসবে। সম্পর্ক আগের থেকে ভালো হবেন। ব্যবসায়িক দৃষ্টিতে এই সময় উন্নতি রয়েছে। ব্যবসায়ীরা ভালো মুনাফা পাবেন।
(মাওবাদী অপারেশনে ২০০ বার মৌমাছির দংশন সহ্য করেছে CRPFর 'স্নিফার ডগ' রোলো! শেষে ঘটল…)
( কৃপা করবেন স্বয়ং গুরু, চন্দ্র! কুম্ভ সহ এই ৩ রাশির সমৃদ্ধি রোখা মুশকিল! আসছে তাবড় যোগ)
মকর
শনিদেবের মার্গী অবস্থান আপনার জন্য মুনাফা দায়ক হবে। শনিদেব আপনার রাশিতে সোজা চালে চলবেন। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি হবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজে এবার সাফল্য পাবেন। আপনি আপনার ভাই বোনদের সহযোগিতা পাবেন। আপনি এই সময় গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। চাকরিরতদের পদোন্নতি হবে।
শনি মার্গী:-
শনিদেব বছরের শেষে মার্গী চালের গতি নেবেন। শনিদেব বর্তমানে মীন রাশিতে সঞ্চরণ করছেন। আর সেখানেই তিনি মার্গী চালে চলবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)