🐓 বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিজের অবস্থান বদলে চলতে থাকে। এদিকে, শনিদেব, বুধ আর শুক্র তিনজনে এমন অবস্থানে রয়েছেন, যে তারফলে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এই বিশেষ যোগের ফলে দেশ, কাল, সমাজে নানান প্রভাব পড়তে পারে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে মীন রাশিতে। এই রাশিতে সদ্য প্রবেশ করেছেন শনিদেব। দেখা যাক, ত্রিগ্রহী যোগ কোন কোন রাশির জাতক জাতিকাকে লাভের মুখ দেখাতে চলেছেন।
ধনু
🎃এই যোগ আপনার রাশির চতুর্থভাবে তৈরি হবে। এই সময় সুখ সমৃদ্ধির প্রাপ্তি হতে পারে। এই সময় গাড়ি আর সম্পত্তির দিক থেকে আপনার তুমুল উন্নতি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে। আপনার পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হতে পারে। আত্মবিশ্বাস হু হু করে বাড়তে পারে। বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। ব্যবসার বিস্তারের যে সমস্ত যোজনা বানিয়েছেন, তা থেকে পাবেন লাভ। মা আর শ্বশুরবাড়ির অনেকের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে।
কুম্ভ
ꦿবুধ, শনিদেব ও শুক্রের সংযোগ আপনাদের ভাগ্যে সোনার চমক আনতে পারে। এই সময় ধন আপ বাণীর স্থান ভালোর দিকে যাবে। কোথাও টাকা আটকে থাকলে তা হাতে পাবেন। আগে যে কাজ করেছেন, তার ফল হিসাবে এই সময়ে কিছু লাভ পাবেন। সঠিক সময় আপনি সঠিক জায়গায় থাকবেন। ফলে সুযোগের ফেয়ারা ছুটবে! তা হাত থেকে যেতে দিলে হবে না। আপনার কথাতে অনেকেই আকৃষ্ট হতে থাকবেন। ব্যবসায়ীদের টাকা রোজগারের ভালো সময় এটি।
মিথুন
ওত্রিগ্রহী যোগের তৈরি হওয়া মিথুন রাশির জাতক জাতিকার জন্য ইতিবাচক প্রমাণিত হতে পারে। এই সময় কাজের দিক থেকে উন্নতির জোয়ার আসবে। টাকার সঙ্গে জড়িত কোনও দিক থেকে পাবেন লাভ। যা টাকা রোজগার হবে, তার বড় অংশ হবে সঞ্চয় হবে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। প্রমোশন আর টাকার ভাগ্যে সুসময় দেখতে পাবেন। ব্যবসায়ীদের ভালো ধনলাভ হবে।
♛(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )