Surya Nakshatra Gochar: হাতে গোনা ক'দিন পরই কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ! চৈত্রের শেষলগ্নে লাকি মিথুন সহ বহু রাশি
1 মিনিটে পড়ুন Updated: 10 Apr 2025, 04:00 PM ISTএপ্রিলেই ভাগ্য খুলতে চলেছে একগুচ্ছ রাশির। লাভের মুখ দেখতে চলেছেন কারা?
এপ্রিলেই ভাগ্য খুলতে চলেছে একগুচ্ছ রাশির। লাভের মুখ দেখতে চলেছেন কারা?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ১২ রাশির জাতক জাতিকার ওপর সূর্যের নক্ষত্র গোচরের প্রভাব পড়তে চলেছে। আর মাঝে মাত্র ৩ টে দিন। তারপরই ১৪ এপ্রিল রয়েছে সূর্যের নক্ষত্র গোচর। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। ১৪ এপ্রিল অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব, তারফলে বহু রাশির জাতক জাতিকার উপর সুপ্রভাব পড়তে চলেছে। কোন ৩ রাশি বিশেষ লাভে লাভবান হতে চলেছে, দেখা যাক।
মিথুন
সূর্য এই নক্ষত্রের লাভভাবে প্রবেশ করেছেন। এই সময় এই রাশির জাতক জাতিকারা বিদেশে যাত্রা করতে পারেন। বিভিন্ন ক্ষেত্র থেকে এঁরা লাভ পাবেন। আয়ের নতুন নতুন রাস্তা বের হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে বিপুল লাভ পাবেন। আমদানির নতুন নতুন রাস্তা খুলে যাবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। কিছু ভালো খবর এবার শুনতে পাবেন। লক্ষ্য পূরণ হতে পারে এই সময়।
( Kolkata Metro Latest News: মহাবীর জয়ন্তীর দিনে আজ মেট্রো সংখ্যা কম! কোন রুট কী পরিষেবা? দেখে নিন)
সিংহ
এই রাশির জাতক জাতিকার জন্য সূর্যের নক্ষত্র পরিবর্তন খুবই লাভদায়ী। এদের ভাগ্যভাবে সূর্য থাকতে চলেছেন। এঁরা ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। পরিবারে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। চাকরিরতদের করা কাজের বিপুল প্রশংসা হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা সমস্যা এবার সমাপ্ত হবে। এরই সঙ্গে স্বাস্থ্য ভালো থাকবে।
বৃশ্চিক
অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করে সূর্য এই রাশির ষষ্ঠভাবে থাকতে চলেছেন সূর্য। এই রাশির জাতক জাতিকারা কাজের জায়গায় প্রভূত উন্নতি করবেন। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এঁরা পদোন্নতির যোগও দেখতে পাবেন। শত্রুরা শান্ত থাকবেন। আইনের মামলায় আপনি লাভ পাবেন।
অশ্বিনীতে সূর্যের প্রবেশ:-
আকাশ মণ্ডলে ২৭ নক্ষত্রের মধ্যে অশ্বিনী নক্ষত্র প্রথম। এই অশ্বিনী নক্ষত্রের স্বামীগ্রহ হচ্ছে কেতু। এদিকে, সূর্য খুব শিগগিরই রেবতী নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )