Surya Gochar May 2022: আগামী ১৫ মে (রবিবার) রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য। সেদিন ভোর পাঁচꦬটা ৪৫ মিনিটে প্রবেশ করবেন বৃষ রাশিতে। তারপর 📖আগামী ১৫ জুন ফের রাশি পরিবর্তন হবে সূর্যের। তখন প্রবেশ করবেন। সূর্যের রাশি পরিবর্তনের ফলে ১৫ জুন পর্যন্ত ছ'টি রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। কারা কারা শুভ ফল লাভ করবেন, তা দেখে নিন -
মেষ রাশি- সূর্য আপনার রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করবেন। আর্থিক দিক থেকে সূর্যের গোচর মেষ রাশির জাতকদের জন্য লাভজনক হবে। তবে এই সময় পরিবারিক সমস্যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। 🦄নয়া সম্পত্তি গড়ে তোলার ক্ষেত্রে সফল হবেন।
বৃষ রাশি- বৃষ রাশির প্রথম স্থানে গোচর করবেন সূর্য। এই সময় চাকরির ক্ষেত্রে উন্নতি লাভ করবেন। ব্যবসায় পরিশ্রমের ফল লাভ করবেন। কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য🧔 লাভ করবেন বৃষ রাশির জাতক। আর্থিক অবস্থা ভালো হবে। পরিবারে আনন্দ থাকবে।
কর্কট রাশি- কর্কট রাশির একাদশ স্থানে গোচর করবেন সূর্য। তার ফলে𝔍 আপনার আর্থিক অবস্থা ভালো হবে। পদোন্নতি হবে চাকরিতে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন। মান-স🌸ম্মান বাড়বে।
সিংহ রাশি- আপনার রাশির দশম স্থানে গোচর করবেন সূর্য। গ্রহের রাজার রাশি পরিবর্তনের ফলে আপনার মান-সম্মান বাড়বে। প্রশংসিত হবেন আপনি। চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাত্রারও যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির জাতকদে🅺র জন্য।
কন্যা রাশি- আপনার রাশির নবম স্থানে গোচর করবেন সূর্য। এই সময় ভাগ্যের পুরো সহায়তা পাব﷽ে। যে কꦅন্যা রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা নয়া সুযোগ পাবেন। বাড়িতে মাঙ্গলিক কাজকর্ম হতে পারে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন।
আরও পড়ুন: মে মাসে চারটি গ্🎐রহের রাশি পর﷽িবর্তন, প্রবল রাজযোগে ভাগ্য ফিরবে এই ৩ রাশির
মীন রাশি- মীন রাশির তৃতীয় স্থানে সূর্যের গোচর হতে চলেছে। এই সময় আপনার আটকে থাকা কাজ পূর্ণ হবে। ঝগড়া মিটিয়ে ফ🃏েলতে হবে। চাকরির ভালো সুযোগ পাবেন। ব্যবসায় মোটামুটি ফল লাভ করবেন।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমনꩵ দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)