‘হেরা ফেরি’, এই সিনেমার কথা মনে এলেই যে তিনজনের মুখ সবার আগে মনে পড়ে তাঁরা হলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। এই তিনজনের জুটি আরও একবার মানুষ বড় পর্দায় দেখতে পাবে, এই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আন🌠ন্দে উৎফুল্ল হয়ে উঠ🔴েছিলেন দর্শকরা।
সবকিছুই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। চুক্তি স্বাক্ষর করে ফেলেছিলেন অভিনেতারাও। কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও আচমকার ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পরেশ রাওয়াল। গোটা ব্যাপারটিতে রীতিমতো স্তম্ভিত হয়ে যান সকলে। যদিও পরেশ জানান, তিনি এই ছবির অংশ হতে চাইছেন না, তাই ছবি থেকে স🅺রে দাঁড়িয়েছেন তিনি। পরিচালক বা অন্যান্য অভিনেতাদের সঙ্গে কোনও মতান্তর তৈরি হয়নি তাঁর।
আরও পড়ুন: সবুজ শাড়িতে শর্মিলা, শ্বেতশুভ্র সিমি, মুগ্ধ দ💖র্শকরা বললেন, ‘এভাবেই সাজতে হয়…’
আরও পড়ুন: মুক্তি পেল ‘ও🍷য়ার ২’ টিজার, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখও, কবে আসছে হৃত্বিকের ছবি?
তবে পরেশ এই কথা ব⛎ললেও অভিনেতার এই সিদ্ধান্ত শুনে ক্ষুব্ধ হয়েছেন অক্ষয় কুমার। চুক্তিবদ্ধ হওয়ার পরেও বিনা কারণে তিনি ছবি থেকে সরে দাঁড়াতে পারেন না, এমন অপেশাদার কাজ করায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। শুধু তাই নয়, ছবি থেকে সরে দাঁড়ানোর জন্য💃 প্রযোজকের যে পরিমাণ অর্থ অপচয় হয়েছে, মামলা চললে সেই অর্থের ক্ষতিপূরণ দিতে হতে পারে পরেশ রাওয়ালকে।
এই গোটা ব্যাপারটি নিয়ে প্রিয়দর্শনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘পরেশ আমাকে কিছুই জানাননি। তবে এখানে আমাꦇর হারানোর কিছুই নেই। অক্ষয়ের রেগে যাওয়ার কারণ অক্ষয় এই সিনেমায় টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু আম꧃ি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরেশ একবার আমার সঙ্গে কথা বলতে পারতেন।’
প্রিয়দর্শনের পাশাপাশি গোটা ব্যাপারটি নিয়ে রীতিমতো স্তম্ভিত সুনীল শেট্টি। ছবি থেকে পরেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানꦡতাম না। কারও সাথে কোনও কথা হয়নি আমার। আমি একবার ভেবেছিলাম পরেশজিকে মেসেজ করে ব্য♑াপারটা জিজ্ঞাসা করব পরে সামনাসামনি আলোচনা করব।’
আরও পড়ুন: অপেশাদার! ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দে🐷ওয়ায় পরেশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান൲্ত অক্ষয়ের
আরও পড়ুন: 'কোটিপতি হলেও ও আদপে মধ্যবিত্🦩ত...', শাহরুখ সম্পর্কে কেন বললেন অনুভব?
সিনে💃মার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সুনীল বলেন, ‘এটা সত্যিই একটা খুব খারাপ পরিস্থিতি। আমরা ছবির মাঝামাঝি একটা সময় এসে দাঁড়িয়ে রয়েছি, এখন যদি কেউ ছবি ছেড়ে চলে যায় তাহলে এটা সবার জন্যই বড় ধাক্কা হয়ে যাবে। আমি তো কিছুই জানতাম না, আমার মেয়ে আমাকে প্রথম খবর দেয়।’
প্রসঙ্গত, এই প্রথমবার নয় ‘ও মাই গড ২’ ছবি থেকেও পরেশ রাওয়াল সর💜ে দাঁড়িয়ে ছিলেন চিত্রনাট্য পছন্দ না হওয়ার কারণে। এছাড়া ‘বিল্লু বারবার’ ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তিনি ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।