বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে জিনিসপত্র রাখার উপর অনেক কিছু নির্ভর করে। এমন কিছু জিনিস আসছে যা বাড়িতে রাখলে বাড়ির ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং সৌভাগ্য লাভ করা যায়। তবে কেবল সেই জিনিসটা নয়, তা রাখার সঠিক ꦍদিক ও সঠিক পদ্ধতিও মাথায় রাখতে হয়। তা না হলেও নানা সমস্যা দেখা দিতে পারে।
বলা হয় যে বাস্তুর নিয়ম মেনে চললে ভবিষ্যতের অনেক সমস্যা এড়🍒ানো যায় এবং পরিবারে সমৃদ্ধ আসতে পারে। যদি তা না করা হয়, তাহলে অনেক সময়ই বড় ক্ജষতির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: মার্চেই মালামাল এই ৩ র👍াশির! বুধের বক্রী চালে হাতে আসতে পারে টাকা! সো🌺নায় মুড়বে কপাল
বাস্তুশাস্ত্রে রান্নাঘরের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে কেবল রান্নাঘর নয়, সেখানে থাকা বাসনপত্র নিয়েও বেশ কিছু নিয়ম রয়েছেন। এমন কিছু বাসন রয়েছে যেগুলো কখনওই উল্টো করে রাখা উচিত নয়🦩। এতে বাড়ির উপর অশুভ শক্তির ছায়া নেমে আসতে পারে। জেনে নিন কোন দুটি বাসন উল্টো করে একদমই রাখা উচিত নয়।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে ফ্রাইং প্যান কখনই উল্টো করে রাখা উচিত নয়। এটি করা বাস্তু নিয়মের বিরুদ্ধ🐷ে। অজান্তে করলেও ক্ষতির হতে পারে। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। আর তার থেকে নানা ক্ষতি হতে পারে, যেমন কোনও কাজ আটকে যেতে পারে।
আরও পড়ুন: কেন পালিত হয় র🌼ঙ পঞ্চমী? জানেন এবছর ক🦩বে উদযাপিত হবে? জেনে নিন দিনক্ষণ
বাস্তুশাস্ত্র অনুসারে কেবল ফ্রাইং প্যান নয়। সেটা ছাড়াও আরও একটা 𓂃জিনিস হল কড়াই। যা ভুল করেও উল্টে রাখা উচিত নয়। রান্নার পর, এটা পরিষ্কার করে সোজা করে রাখা উচিত। যদি এটাকে উল্টো করে রাখা হয়, তবে তা পরিবারের জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে। বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়তে পারে। তাই সব সময় এটাকে সোজা রাখা উচিত।
বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে, প্যান এবং কড়াই ব্যবহারের পর, প্রথমে এগুলিকে প্রাকৃতিকভাবে ঠান্ডা হতে দিতে হবে। এরপর এগুলো ধুয়ে রান্নাঘরের ডান দিকে রাখতে হবে। এগ🐻ুলো নোংরা রাখলে পোকামাকড় আসতে পারে বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। পরে সেখানেই খাবার তৈরি করলে অসুস্থ হয়ে পড়তে পারেন। এগুলো অপরিষ্কার অবস্থায় রেখে দিলে দেবী লক্ষ্মীর ক্রোধের সম্মুখীনও হতে পারেন।