পূর্ব ঘোষণামতো নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ত হারবারে স্বাস্থ্য শিবিরের সূচনা করলেন স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় নামে এই প্রকল্পের অধীনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৩০০টি স্বাস্থ্যশিবির আয়োজন হবে বলে জানিয়েছেন তিনি। এদিন শিবিরের সূচনা করে অভিষেক বলেন, আমরা নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না। গত নভেম্বরে আমতলায় চিকিৎসকদের সম্মেলনের আয়োজন করেছিলেন অভিষেক। সেখানেই নিজের লোকসভা কেন্দ্রে স্বাস্থ্যশিবির আয়োজনের কথা ঘোষণা করেছিলেন তিনি।p[ প্রতিটি বিধানসভায় ১০ দিন করে শিবিরের আয়োজন হবে। ৪০ - ৪৫টি শিবির আয়োজন হবে এক একটি বিধানসভায়। শিবিরে রক্তচাপ, ব্লাড গ্লুকোজ, ম্যালেরিয়া, ডেঙ্গি, HIV, জন্ডিসের পরীক্ষা হবে। শিবির থেকে প্রত্যেককে দেওয়া হবে একটি করে পুস্তিকা। তাতে থাকবে স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত নানা বার্তা। এদিন অভিষেক বলেন, ‘এই ২০২৫ সালে কোনও নির্বাচন নেই। আমরা নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না।’