আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে শেষমেশ ফের ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনায় মাথা গলিয়ে দেন বাংলাদেশের তারকা পেসার। দিল্লি ক্যাপিটালসের পরিবর্ত ক্রিকেটার হিসেবে আইপিএল ২০২৫-এর তিন ম্যাচে মাঠে নামেন মুস্তাফিজ। অনবদ্য বল করেন তিনটি ম্যাচেই।
মুস্তাফিজুর দিল্লির হয়ে আইপিএল ২০২৫-এর তিন ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৪টি উইকেট দখল করেন। শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন তিনি। মুস্তাফিজ সাজঘরে ফেরান প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং ও মারকো জানসেনকে। সমীর রিজভি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেও দিল্লির জয়ে মুস্তাফিজের অবদান অস্বীকার করা যাবে না।
আরও পড়ুন:- রোহিতের জায়গায় নেতা গিল, চার নম্বরে কোহলির জুতোয় পা গলাবেন কে? কাকে বাছলেন আগরকর?
উল্লেখযোগ্য বিষয় হল, শনিবার পঞ্জাবের বিরুদ্ধে তিনটি উইকেট নেওয়ার সুবাদে দুর্দান্ত এক ব্যক্তিগত রেকর্ড গড়েন মুস্তাফিজুর। আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া বাংলাদেশের বোলারে পরিণত হন তিনি। এই নিরিখে মুস্তাফিজ ভেঙে দেন শাকিব আল হাসানের রেকর্ড।
শাকিবকে টপকালেন মুস্তাফিজুর
মুস্তাফিজুর সব মিলিয়ে ৬০টি আইপিএল ম্যাচে মাঠে নামেন। তিনি সাকুল্যে উইকেট সংগ্রহ করেন ৬৫টি। শাকিব আল হাসান আইপিএলের ৭১টি ম্যাচে মাঠে নেমে মোট ৬৩টি উইকেট নিয়েছেন। শনিবার প্রিয়াংশ আর্যর উইকেট নিয়ে শাকিবের রেকর্ড ছুঁয়ে ফেলেন মুস্তাফিজুর। পরে শশাঙ্ক সিংকে সাজঘরে ফিরিয়ে শাকিবের রেকর্ড ভেঙে দেন তিনি। শেষে জানসেনের উইকেট নিয়ে শাকিবের থেকে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেন মুস্তাফিজুর।
আইপিএল ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুরের ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. দিল্লিতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩ ওভারে ২৪ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
২. ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ ওভারে ৩০ রান খরচ করে ১টি উইকেট নেন মুস্তাফিজুর।
৩. জয়পুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন মুস্তাফিজ।
ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল ২০২৫ সাময়িকভাবে স্থগিত হওয়ার পরে অজি তারকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে দলে পায়নি দিল্লি ক্যাপিটালস। তাঁর বদলে দিল্লি দলে নেয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজকে দলে নিতে ৬ কোটি টাকা খরচ হয় ক্যাপিটালসের।
মুস্তাফিজুর শুধুমাত্র লিগের ম্যাচগুলিতেই দিল্লির হয়ে মাঠে নামতে পারতেন। তার পরেই তাঁকে যোগ দিতে হতো বাংলাদেশের জাতীয় দলে। তবে দিল্লি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় মুস্তাফিজুরের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে অসুবিধা হবে না।