বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি তৈরির স্বর্গরাজ্য হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার একাংশ। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে জঙ্গিদের ধরপাকড় শুরু হতেই প্রকাশ্যে চলে এসেছে পরিস্থিতির ভয়াবহতা। এই অবস্থায় ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মুর্শিদাবাদ জেলায় তৈরি জাল নথি হাতে পেল পুলিশ। অনুপ্রবেশের পর বাবার নাম বদলে আধার ও ভোটার কার্ড তৈরি করেছিল শওকত শেখ নামে ওই যুবক। ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। মুর্শিদাবাদে কোথায় কোথায় জাল নথি তৈরি চক্র চলছে তা জানতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।জানা গিয়েছে, বছর চারেক বাংলাদেশের রাজশাহীর গোদাবাড়ি এলাকার যুবক শওকত শেখ। লালগোলা থানা এলাকার ছাতায়ডুবিতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। যুবক যে বাংলাদেশি তা জানত গোটা গ্রাম। জানত না শুধু পুলিশ। সেই সুযোগে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে ফেলে যুবক। ভুয়ো বাবার নাম উল্লেখ করে ভুয়ো নথি তৈরি করে সে। জানা গিয়েছে ধৃতের বাবার নাম ইব্রাহিম। কিন্তু ভারতীয় নথিতে তার বাবার নাম নওশাদ আলি।স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশি ওই যুবক এলাকায় ছোটখাটো কাজ করতেন। তবে তিনি যে ভারতীয় নথি বানিয়ে ফেলেছেন তা জানা ছিল না তাঁদের। সোমবার ধৃতকে আদালতে পেশ করলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে জেরা করে লালগোলায় কোথায় কোথায় জাল নথি তৈরির কাজ চলছে তা জানার চেষ্টা করছে পুলিশ।