শামশাবাদের ছায়া এবার বাংলার বুকে। মালদায় আমবাগান থেকে উদ্ধার হল কিশোরীর পুড়ে ঝলসে যাওয়া ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে দেহটি দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয় গ্রামের বাসিন্দারা। উদ্ধার করার পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ দিন দগ্ধ দেহটি ইংরেজ বাজার থানার ধানতলি কোতওয়ালি এলাকায় আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমবাগান ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী।প্রথামিক তদন্তে পুলিশের ধারণা, কিশোরীকে ধর্ষণের পরে হত্যা করা হয়। তারপর দেহটি পুড়িয়ে গাছের ডালে বেঁধে দেয় দুষ্কৃতীরা। তবে এখনও জানা যায়নি, নিহত কিশোরী স্থানীয় বাসিন্দা না কি অন্য কোথাও তাকে খুন করার পরে দেহটি আমবাগানে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেলে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।পনেরো দিনের মধ্যে এই নিয়ে এমন দ্বিতীয় ঘটনার কথা জানা গেল। গত সপ্তাহে হায়দরাবাদের শামশাবাদে বছর সাতাশের এক পশুচিকিত্সককে গণধর্ষণের পরে তাঁর দেহ জ্বালিয়ে দিয়েছিল ৪ দুষ্কৃতী।তদন্তে নেমে সাইবারাবাদ পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। জেরার মুখে তারা সকলে অপরাধ স্বীকার করেছে বলে দাবি পুলিশের। ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।আবার কিছু দিন আগে বিহারের বক্সার থেকেও এমনই এক নৃশংস ঘটনার খবর পাওয়া গিয়েছিল। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার কুকুঢ়া গ্রামের বাইরে চাষের জমি থেকে এক যুবতীর আধপোড়া দেহ উদ্ধার হয়েছে। গুলি করে খুন করার আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলেও মেডিক্যাল রিপোর্টে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।