উত্তর দিনাজপুর, কোচবিহার প্রভৃতি জেলাগুলিতে ট্রেনের সংরক্ষিত কামরাতে টিকিট ছাড়াই ব্যাজ ও লিফলেট হাতে নিয়ে যাত্রা করতে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের। যার ফলে সাধারণ যাত্রীদের সমস্যা হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতারা।
টিকিট ছাড়াই ট্রেন যাত্রার অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে।
আজ একুশে জুলাই শহীদ দিবস। শহীদ স্মরণে প্রতিবছর ধর্মতলায় সভার আয়োজন করে থাকে তৃণমূল কংগ্রেস। এবারও ধর্মতলায় চলছে সেই সভা। সেখানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলার দূরদূরান্তের মানুষ কলকাতা এসেছেন। কেউ এসেছেন গাড়িতে বা বাসে, আবার অনেকেই এসেছেন ট্রেনে। কিন্তু, রাজনৈতিক সভায় যোগ দিতে আসায় দলের অনেক কর্মী সমর্থক ট্রেনের টিকিট কাটা থেকে বিরত থাকলেন। তার বদলে হাতে দলের লিফলেট এবং তৃণমূলের ব্যাজ পড়েই ট্রেন যাত্রা করলেন অনেকেই। ওই সমস্ত কর্মী সমর্থকদের মতে, দলের ব্যাজ এবং লিফলেট থাকলে আর টিকিট কাটার প্রয়োজন নেই। সেই মতোই তৃণমূলের বহু কর্মী সমর্থক টিকিট না কেটে ট্রেনযাত্রা করেছেন। আবার অনেকেই সংরক্ষিত কামরাতেই ট্রেন যাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে।
উত্তর দিনাজপুর, কোচবিহার প্রভৃতি জেলাগুলিতে ট্রেনের সংরক্ষিত কামরাতে টিকিট ছাড়াই ব্যাজ ও লিফলেট হাতে নিয়ে যাত্রা করতে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের। যার ফলে সাধারণ যাত্রীদের সমস্যা হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতারা। তবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘কেউ যদি বিনা টিকিটে ট্রেন যাত্রা করে থাকে তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিনা টিকিটে ট্রেন যাত্রা অপরাধ। তা ছাড়া রাজনৈতিক কর্মী ধরা পড়লে বিনা টিকিটে ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও টিকিট ছাড়া কোনও রাজনৈতিক কর্মী সমর্থক ধরা পড়েছেন কিনা সে বিষয়ে তিনি জানাতে চাননি ।
রেল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা, রায়গঞ্জ প্রভৃতি স্টেশন থেকে বুধবার রাতে তৃণমূলের বহু নেতা কর্মী রায়গঞ্জ স্টেশন থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় টিকিট ছাড়াই উঠে পড়েন। এমনকী সংরক্ষিত আসন দখল করেছেন তাঁরা। এ প্রসঙ্গে এক যাত্রীর অভিযোগ, তিনি তাঁর এক আত্মীয়কে সংরক্ষিত কামরায় তুলতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি দেখেন আগে থেকেই সেখানে ব্যাজ পড়ে তৃণমূল কর্মীরা বসে আছেন। প্রতিবাদ করার পরেও তাঁরা আসন ছাড়েননি। এছাড়াও বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন জেলার একাধিক স্টেশন থেকে ট্রেনের সংরক্ষিত কামরায় মেঝেতে বসে বহু তৃণমূল কর্মীরা কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে কোচবিহার দিনহাটা তৃণমূল কর্মীরা জানান, তাঁরা টিকিট কাটেননি। দলের দেওয়া ব্যাজ তাঁদের সঙ্গে রয়েছে। টিটি টিকিট দেখতে চাইলে তাঁরা দলের ব্যাজ এবং লিফলেট দেখিয়ে দেবেন। এ নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।