তৃণমূলের ‘জনগর্জন সভা’কে ‘চোরেদের বিসর্জন সভা’ বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করতে বাগডোগরা বিমানবন্দরে নেমে একথা বলেন তিনি। সঙ্গে তিনি জানান, রবিবার সন্দেশখালিতে বিজেপির সভা হবেই। সেখানে হাজির থাকবেন শুধুমাত্র স্থানীয় কর্মীরা। সন্দেশখালির সভায় ১৫ – ২০ হাজার জনসমাগম হতে পারে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ফের ধাক্কা গেরুয়া শিবিরে, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘রবিবার সন্দেশখালিতে কর্মী - সমর্থকদের আনার জন্য আমরা বাস পাবো না। কারণ ওই দিন ব্রিগেডে একটা জলসা আছে। ফ্যাশন প্যারেড হবে, ব়্যাম্প তৈরি হয়েছে। ওটা শোক সভা। ওদের শেষ শোকসভা হচ্ছে। এটা জনগর্জন সভা না। এটা চোরেদের বিসর্জন সভা। কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন। গরু ছেড়ে রাখতে পারেন। কাল কোনও চোর বাড়িতে থাকবে না। কালকে পশ্চিমবঙ্গে কোনও চুরি হওয়ার সম্ভাবনা নেই’।
এর আগে দমদম বিমানবন্দরে শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ব্রিগেডের সভায় ব়্যাম্প তৈরি করা হচ্ছে। শুনেই শুভেন্দুবাবু বলেন, ‘ফ্যাশন শো হবে’। একথা বলেই দ্রুত পায়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান তিনি।
আরও পড়ুন: ‘ভগবান মনে করি না’, অভিজিতকে দুষে বলছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা