দিনে দুপুরে রাস্তা থেকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। সময়মতো মা এসে পড়ায় নাবালিকাকেক ফেলে পালায় অভিযুক্তরা। বারুইপুরের বৃন্দাখালি গ্রামꦛ পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে জনতা। অভিযুকꦑ্তরা পলাতক।
জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির পাশেই দোকানে জিনিসপত্র কিনতে গ✱িয়েছিলেন কিশোরী। ফেরার পথে তার পথ আটকে দাঁড়ায় স্থানীয় ২ যুবক। কিশোরীর মুখ চেপে ধরে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করতে উদ্যত হয় ২ জনে। কিশোরী চিৎকার করলেও এলাকায় অনুষ্ঠানের জন্✱য লাউড স্পিকার বাজায় শুনতে পায়নি কেউ।
ওদিকে মꦜেয়ে ফিরছে না দে🐲খে খুঁজতে বেরোন মা। তখন ওই বাড়ি থেকে মেয়ের গলার আওয়াজ পান তিনি। বাড়িতে ঢুকে ২ যুবককে হাতে নাতে ধরে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে ওই বাড়ি ছেড়ে পালায় ২ জন।
প্রথমে বিষয়টি চেপে গেলেও পরে তা গ্রামবাসীদের জানান কিশোরীর মা। এর পর লাঠি সোটা নিয়ে অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওদিকে ঘটনার পর থেকে পলাতক ২ অভিযুক্ত। তাদের বিরুদ্ধে বারুইপুর থানায় ♎অভিযোগ দায়ের করেছেন কিশোরীর মা। দোষীদের কঠোর সাজা দাবি করেছেন তিনি।