বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। এই বছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৭৩ হাজার। গত ৩ মার্চ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ মার্চ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এই বছর পাশের নিরিখে বিজ্ঞান শাখা বেনজির ফল গড়েছে। ৯৯.৪৬ শতাংশ পাশের হার এই বছর বিজ্ঞান শাখায়। এই হার ছাপিয়ে গিয়েছে কলা ও বাণিজ্য শাখাকে। এই দুই শাখায় যথাক্রমে ৮৮.২৫ শতাংশ ও ৯৭.♎৫২ শতাংশ। কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরের মধ্যে এই বছর সেরা ফল হল উচ্চমাধ্যমিক পরীক্ষায়।
কোন জেলা প্রথম? কলকাতা কততে?
পাশের হারের নিরিখে এই🙈 বছর প্রথম স্থান দখল করে নিয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের মোট হার ৯৫.৭৪ শতাংশ। এর পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা ও কলকাতা। উত্তর চব্বিশ পরগনায় পাশের হা ৯৩.৫৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৩.৪৩ শতাংশ।
প্রথম দশে কারা?
প্রথম দশটি জেলার মধ্যে স্থান করে নিয়েছে পূর্ব মেদিনীপুর (৯৫.৭৪ শতাংশ), উত্তর চব্ব😼িশ পরগনা (৯৩.৫৩ শতাংশ), কলকাতা (৯৩.৪৩ শতাংশ), দক্ষিণ চব্বিশ পরগনা (♑৯৩.২১ শতাংশ), পশ্চিম মেদিনীপুর (৯২.৯৫ শতাংশ), কালিম্পং (৯২.৭১ শতাংশ), নদীয়া (৯২.৬৩ শতাংশ), হাওড়া (৯১.৯৯ শতাংশ), হুগলি (৯১.৩৭ শতাংশ) ও বীরভূম (৯১.২৪ শতাংশ)।
উচ্চমাধ্যমিকে রাজ্যের সব জেলার পাশের হারের তালিকা
- পূর্ব মেদিনীপুর ৯৫.৭৪ শতাংশ
- উত্তর চব্বিশ পরগনা ৯৩.৫৩ শতাংশ
- কলকাতা ৯৩.৪৩ শতাংশ
- দক্ষিণ চব্বিশ পরগনা ৯৩.২১ শতাংশ
- পশ্চিম মেদিনীপুর ৯২.৯৫ শতাংশ
- কালিম্পং ৯২.৭১ শতাংশ
- নদীয়া ৯২.৬৩ শতাংশ
- হাওড়া ৯১.৯৯ শতাংশ
- হুগলি ৯১.৩৭ শতাংশ
- বীরভূম ৯১.২৪ শতাংশ
- দার্জিলিং ৮৯.৬৮ শতাংশ
- মুর্শিদাবাদ ৮৯.৬৫ শতাংশ
- পূর্ব বর্ধমান ৮৯.৩৪ শতাংশ
- পুরুলিয়া ৮৯.৩২ শতাংশ
- বাঁকুড়া ৮৯.২৭ শতাংশ
- মালদা ৮৮.৩৩ শতাংশ
- দক্ষিণ দিনাজপুর ৮৭.৬৭ শতাংশ
- উত্তর দিনাজপুর ৮৭.৪৮ শতাংশ
- ঝাড়গ্রাম ৮৭.৪১ শতাংশ
- পশ্চিম বর্ধমান ৮৭.৩৯ শতাংশ
- আলিপুরদুয়ার ৮৭.০৪ শতাংশ
- কোচবিহার ৮৬.৩০ শতাংশ
- জলপাইগুড়ি ৮২.২৪ শতাংশ