কলকাতায় ভোটের আগের রাতে হাওড়া ব্রিজে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা তল্লাশির সময় ৯ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আটক করেছে। ধৃতদের জেরা করছে গোলাবাড়ি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজের ওপর নাকা তল্লাশি চলছিল। তখনই একটি গাড়িতে একটি পলিথিন ব্যাগের মধ্যে টাকার বান্ডিল দেখা যায়। সেই টাকা কোথায় ও কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে চান পুলিশ আধিকারিকরা। কিন্তু গাড়ির আরোহীরা কোনও সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।পালটা যশোবন্ত সিং নামে ওই গাড়ির মালিকের দাবি টাকা তাঁর, ক্যুরিয়ারের ব্যবসা তাঁর। বুকিংয়ের টাকা কলকাতায় অফিসে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে আটকায় পুলিশ।ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ভোটের আগে গত কয়েক সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় বার বার নগদ উদ্ধার হয়েছে। এই নগদ ভোটের আগে বিলির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা অবশ্য নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।