৪ বছর আগে বদলির জন্য আবেদন করেছিলেন শিক্ষিকা। কিন্তু, সেই আবেদন বছরের পর বছর আটকে রেখেছিল স্কুল পরিচালক কমিটি। এই অবস্থায় শিক্ষিকার বদলির আবেদন আটকে রাখার জন্য হাইকোর্টের রোষের মুখে পড়ল স্কুল পরিচালন কমিটি। কলকাতা হাইকোর্ট স্কুল পরিচালন কমিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করল। দক্ষিণ ২৪ পরগনার সাগরের সুমতিনগর শরৎকুমার হাইস্কুলের শিক্ষিকা মানসী সর্দারের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: পোস্ট অফিসে জমা ১২ লক্ষ টাকা ‘গায়েব’, নির্বিকার পুলিশ, CID তদন্তের নির্দেশ
আদালতের নির্দেশ, জরিমানার যে ৫০ হাজার টাকা সেটি স্কুল পরিচালক কমিটি শিক্ষিকাকে দেবে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। আবেদন অনুযায়ী, ওই শিক্ষিকা শারীরিকভাবে অসুস্থ। এই যুক্তিতে ২০২১ সালে বদলির জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু, তাঁর সেই আবেদনে আমল দেয়নি স্কুল পরিচালন কমিটি। কয়েক বছর ধরে আবেদন ফেলে রাখার পর গত বছর প্রথম পরিচালন কমিটি এই বিষয়টি নিয়ে আলোচনা করে। কিন্তু, তাতে পরিচালন কমিটি স্পষ্ট জানিয়ে দেয় যে শিক্ষিকা অসুস্থতা সংক্রান্ত কোনও নথি তাঁদের কাছে জমা দেয়নি। তাই সেই আবেদন গ্রহণ করেনি পরিচালন কমিটি।
এদিকে, পরিচালন কমিটির এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন মামলাকারী শিক্ষিকার আইনজীবী। তাঁর বক্তব্য, ২০১৫ সালের আইন অনুযায়ী কোনও স্কুল কমিটি এভাবে শিক্ষকের কাছ থেকে মেডিক্যাল সার্টিফিকেট বা ডাক্তারি পরীক্ষার কোনও নথি চাইতে পারে না। যদি প্রয়োজন হয় সে ক্ষেত্রে কমিটি নিজেই শারীরিক অসুস্থতার জন্য কোনও চিকিৎসকে দিয়ে পরীক্ষা করাতে পারে। সে ক্ষেত্রে শুধু পরিচালন কমিটি নয়, জেলা বিদ্যালয় পরিদর্শকেরও এই সংক্রান্ত নথিপত্র চাওয়ার কোনও অধিকার নেই। তাই এ ক্ষেত্রে স্কুল পরিচালন কমিটি নিয়ম মানেনি।