তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলায় সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দিল নগর দায়রা আদালত। সোমবার এই খবর নিজেই জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নি💖জღেই জানিয়েছেন কুণাল। যদিও শিশির অধিকারীর আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছেন, এ ব্যাপারে কোনও কাগজপত্র তাঁরা এখন হাতে পাননি। হাতে পেলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় কুণাল জানিয়েছেন, তাঁর সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করℱার জন্য তাঁর আইনজীবী শিশির-সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছ🍸িলেন। সেই মামলায় সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১১ মার্চে শিশির অধিকারি-সহ অন্যান্যদের আদালতে উপস্থিত হতে হবে।
পড়ুন। এই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে, প্রাথমিক💜ের একটি মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
যদি শিশির অধিকারীর আইনজীবী আনন্দবাজারকে অনলাইনকে জানিয়েছেন, আদালতের কোনও কাগজপত্র তাঁদের কাছে এসে পৌঁছয়নি। তিনি বলেন, ‘♊এমন অনেক মামলা আমার মক্কেলর বিরুদ্🍌ধে হয়েছে। কাগজপত্র এলে আমরা পদক্ষেপ করব।’
পডুন। দীর্ঘদিন কাজ করছে বলে নিয়োগ বৈধ নয়🎉, SSC মামলায় জানাল হাইকোর্🌱ট
শিশির অধিকারী খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও বিজেপির একাধিক অনুষ্ঠানে তাঁকে মঞ্চে দেখা গিয়েছে। কিন্তু তিনি অনুষ্ঠানিক ভাবে কোনও রাজ🤪নৈতিক দলে যোগ দেননি। এরই মাঝে শিশিরের সম্পতিবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।