রেলের আইনে ট্রেন বা স্টেশন চত্বরে গুটখা, পানের পিক বা থুতু, আবর্জনা ফেলা অপরাধ। এনিয়ে বিভিন্নভাবে প্রচার করে থাকে রেল। প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গাতেও লেখা থাকে। তারপরেও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গুটখার পিক বা থুতু ফেলে থাকেন বহু যাত্রী। এর বিরুদ্ধে জোরদার অভিযানে নামল পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। এই অপরাধে শুধু একমাসেই ৬ হাজারের বেশি জনকে ধরে কয়েক লক্ষ টাকার জরিমানা আদায় করল পূর্ব রেল। (আরও পড়ুন: 'ভারতীয় সেনাকে সাহায্য করব, পা♍ক বাহিনীকে নয়', কোরান হাতে বিস্ফোরক পাঠান ইমাম)
আরও পড়ুন: ✨রেলের পার্সেল ভ্যানের বেসরকারিক✤রণ, কাজ হারানোর আশঙ্কা, সরব বুকিং এজেন্টরা
সোমবার রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শিয়ালদা বিভাগের রেল চত্বরে থুতু ফেলার অপরাধে গত এপ্রিল মাসে ৬,১৯৩ জনকে ধরা হয়েছে। তাঁদের কাছ থেকে ৭.৬ লক্ষ টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে। অর্থাৎ থুতু ফেলার অপরাধে দৈনিক প্রায় ২০০ জনকে ধরে জরিমানা করেছে রেল। জানা গিয়েছে, এই পুরো অভিযান চালানো হয়েছে পূর্ব রেলের মহাব্যবস্থাপক শ্রী মিলিন্দ কে. দেউস্কর-এর নেতৃত্বে। রেলের তরফে বিবৃতি জারি করে এই অভিযানকে ‘নজিরবিহীন অভিযান’ বলে জানানো হয়েছে। রেলের দাবি, এত বিপুল সংখ্যক মানুষের থুতু ফেলার ঘটনা হল অশোভন প্রবণতা এবং নাগরিক স্বাস্থ্যবিধির প্রতি চরম অবহেলার ইঙ্গিত। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। (আরও পড়ুন: পাকিস্তানের আগে দেশ♍ের ভিতরে '০.৫ ফ্রন্টেꦆ' লড়বে মোদী সরকার?)

উচℱ্চ মাধ্যমিকের রেজꦐাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
থুতু বা পিক ফেলার জন্য কোন আইনে জরিমানা ধার্য করা হয়েছে? বিবৃতিতে তা জানানো হয়েছে। বলা রয়েছে, ভারতীয় রেলের পেনাল্টিস ফর অ্যাক্টিভিটিস অ্যাফেক্টিং ক্লিননেস অ্যাট রেলওয়ে প্রিমিসেস আইন ২০১২-এর কথা উল্লেখ করা হয়েছে। এই আইনের ৩(বি)-তে অনুযায়ী, রেল চত্বরে থুতু ফেলা নিষিদ্ধ এবং ৪ ধারা অনুযায়ী এই নিয়ম ভঙ্গের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। (আরও পড়ুন: 'বাম যোগে' একদিনে ৪৭২০০ কোটি বাড়ল ♒আদানির সম্পত্তি! এখন তাঁর 'নেট ওয়ার্থ' কত?)
আরও পড়ুন: হিন্দু ধর্ম থেকে রাহুল গান্ধীকে 'বহিষ্কার' শঙ্করাচার্যের, কিন্তু কেন এജমন পদক্ষেপ
এবিষয়ে শিয়ালদার ভিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘এক মাসে এতগুলি থুতু ফেলার ঘটনা ধরা পড়া অত্যন্ত হতাশাজনক। আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি ঠিকই, তবে এতে বোঝা যাচ্ছে যে সচেতনতার খুব অভাব আছে এবং নাগরিকদের অভ্যাসে দ্রুত পরিবর্তন আনা দরকার।’ রেলের তরফে স্টেশনܫ এবং রেল চত্বর পরিষ্কার, পরিচ্ছন্ন বজ♎ায় রাখার জন্য যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে। এরজন্য যাত্রী এবং রেল ব্যবহারকারীদের থুতু ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রেল।