রেল যাতায়াত ব্যবস্থাকে আরও মসৃণ করে তুলতে শিয়ালদা-ডানকুনি শাখার দমদম লাগোয়া অংশে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর জন্য শিয়ালদা ডানকুনি শাখায় ৭ ঘণ্টা ধরে ট্রেন বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ৫ জোড়া শিয়ালদা-ডানকুনি আপ ডাউন লোকাল বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু ট্রেন ঘুরতি পথে চালানো হবে। আবার কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। (আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কতগুলি ওয়াকফ সম্পত্তি আছে? কলকাতার কোন সব জায়গার ওপরে দাবি ওয়াকফের?)
আরও পড়ুন: উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ি, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১.৪০টা থেকে কাজ শুরু হবে। পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৬.৪০টা পর্যন্ত এই কাজ চলবে। এই সময়ের মধ্যে শনিবার রাতে একটি করে আপ ও ডাউন শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল থাকবে। রবিবার আটটি আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকবে। এছাড়াও, ওইদিন বাতিল থাকবে শিয়ালদা-বনগাঁ আপ ও ডাউন লোকাল এবং শিয়ালদা-হাবরা আপ ও ডাউন লোকাল।দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে বামনহাট - শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে চলাচল করবে। ডানকুনির বদলে ট্রেনটি দমদম ও বেলঘরিয়ায় থামবে। একইভাবে হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে যাতায়াত করবে। ডানকুনির বদলে ট্রেনটি দমদমে থামবে। (আরও পড়ুন: দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত ১ পাচারকারী, উদয়নের 'অন্য দাবি' ঘিরে বিতর্ক)
আরও পড়ুন: ইউনুসের উস্কানির পর উত্তরপূর্ব ভারত নিয়ে মুখ খুললেন খোদ মোদী, ভারতের PM বললেন…
অন্যদিকে, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেসও শনিবার একই রুটে শিয়ালদা পৌঁছবে। এর পাশাপাশি রবিবার পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস সময়সূচী পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি শনিবার রাত ৭.২৫ টায় পুরী থেকে ছাড়ার কথা। তবে তার বদলে ট্রেনটি রাত ১০.২৫ টায় রওনা দেবে। এরফলে সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা। যদিও যাত্রীদের সমস্যা যাতে কম হয় সেকথা ভেবেই শনিবার রাতের দিকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল।
এদিকে, রেল পরীক্ষামূলকভাবে উত্তর রেলের রুড়কি স্টেশনে হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেসের জন্য অতিরিক্ত স্টপেজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস এবং ১২৩৩২ জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস রুড়কি স্টেশনে ২ মিনিটের জন্য থামবে।