পুজোর কটাদিন মানেই ভিআইপি রোডে যানজট। মূলত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো ঘিরে বছর বছর উন্মাদনা বেড়ে চলায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে এবারের চিত্রটা ভিন্ন। ষষ্ঠীর সন্ধ্যা এবং রাতেও যানজটমুক্ত ছিল ভিআইপি রোড। উল্টোডাঙামুখী যান চলাচল কিছুটা ধীর গতি থাকলেও গাড়ি থম🅰কে থাকছিল না। এদিকে বিমানবন্দরগামী রাস্তায় গাড়ি ছুটছিল মসৃণভাবে। এবার ভিআইপি রোডে পুজোর সময় অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া এই রাস্তায় বাস চলাচল করলেও গোলাঘাটা-বাঙ্গুরের মাঝে বাস থামনো যাচ্ছে না। অর্থাৎ, কোনও যাত্রী নামানো যাচ্ছে না বা তোলা যাচ্ছে না। এই সব কারণেই ভিআইপি রোডে এবার যানজটের দেখা মেলেনি এখনও।
উল্টোডাঙা থেকে সার্ভিস রোড হয়ে গোলাঘাটা পর্যন্ত আসছে বাস। যে দর্শনার্থীরা আসছেন, তাদের সার্ভিস রোডে নামিয়ে দিয়ে আবার বড় রাস্তায় উঠছে বাস। বড় র⛎াস্তায় বাস দাঁড় করানো যাবে না। বাঙুর অ্যাভিনিউয়ে গিয়ে বাস থামতে পারবে বড় রাস্তায়। এদিকে যশোর রোডের সঙ্গে ভিআইপি রোড সংযোগকারী রাস্তাগুলি দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না 🌺বাস। এর জেরে রুট বদল হয়েছে বাবুঘাট থেকে হাতিয়ারাগামী ৩০সি, লেকটাউনগামী ২২১ নম্বর বাসের।
এদিকে বিকেল থেকে ভিআইপি রোডে অটো চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ৫ অক্টোবর দশমী পর্যন্ত সন্ধ্যা ছ’টার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত কেষ্টপুরের মধ্যে অটো চলাচল সীমাবদ্ধ থাকবে। এদিকে পথচারীদের রাস্তা পারাপারের উপর নিষেধাজ্ঞা রয়েছে ভিআইপꦗি রোডে। কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ সমন্বয়ে কাজ করছে যানজট সামলাতে। প্রসঙ্গত, গত বছর সপ্তমী ও অষ্টমীতে সন্ধ্যার পরে ভিড়ের চাপে এই রাস্তায় যান চলাচল বন্ধ করতে হয়েছিল পুলিশকে।