আইপিএল ২০২৫-এ ব্যাট হাতে সেরা ছন্ಌদে রয়েছেন সাই সুদর্শন। পরিশ্রম, প্রযুক্তি আর ঐতিহ্যবাহী স্টাইলে নিজেকে গড়ে তুলছেন GT তারকা। সাই সুদর্শনের হাত ধরে তৈরি হচ্ছে ভবিষ্যতের ভা𒉰রতীয় ব্যাটিংয়ের মডেল।
মরশুমের শুরুতেই গুজরাট টাইটান্স (GT)-এর ওপেনার সাই সুদর্শন TimesofIndia.com-কে জানিয়েছিলেন, কীভাবে তিনি নিজের খেলার টেকনিক্🐬যাল দিকগুলো নিয়ে বিস্তর কাজ করেছেন। এই কৌশল দিয়ে টি-টোয়েন্টির চাহিদা মেটানো যায়, আবার নিজের স্🐽বাভাবিক খেলার ধরণও বজায় থাকে। তিনি নিজের মানসিকতা নিয়ে কথা বললেও, কীভাবে প্রস্তুতি নিয়েছেন, সে ব্যাপারে বিস্তারিত জানাননি।
গত বছর, সাই সুদর্শন যখন ‘ইন্ডিয়া এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় ছিলেন, তিনি পাওয়ার-হিটিং কোচ শ্যানন ইয়ং-এর সঙ্গে যোগাযোগ করেন টি-টোয়েন্টি ব্যাটিংয়ের উন্নতির জন্য। শ্যানন ইয়ং যিনি গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস ল্যাবুশান, বাবর আজম এবং জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। তিনি সাই-কে মেলবোর্নের নিজের Cricket Per🌌formance Lab-এ আমন্ত্রণ জানান।
‘ব্যাকলিফট’-এর মাহাত্ম্য
শ্যানন ইয়ং বলেন, ‘তার ব্যাট মাটিতে শুরু হয় এবং তার হাত অনেক নীচু অবস্থানে থাকে। তার ব্যাকলিফট কাঁধের 🦹অনেক ওপরে ওঠে, একপ্রকার ব্রায়ান লারার মতো। এই ব্যাকসুইংয়ের সময় যে গতি তৈরি হয়, সেটাই ডাউনসুইংয়ে বলের ওপর প্রচণ্ড জোর এনে দেয়, ফলে বেশি শক্তি ও গতি প🌜াওয়া যায়।’
কিছুদিন আগে অরুণ জেটলি স্টেডিয়ামে সাই সুদর্শন কুলদীপ যাদবের মাথার উপর দিয়ে সোজা ছক্কা মেরে শতরান পূর্ণ করেন। ইন𒆙িংস শেষও করেন একটি ছক্কা মেরে। তিনি এখন আইপিএল ২০২৫-এর সর্বোচ্চ রান সংগ্রাহক, ৬১৭ রানে। স্ট্রাইক রেট ১৫৬.৯৯। এই মরশুমে নিজের আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ বাউন্ডারি (৬৮) ও ছক্কা (২০) মেরেছেন।

রানের ধরনই আলাদা করছে সাই-কে
শুধু রান নয়, কীভাবে তিনি রান করছেন তাও আলোচনার বিষয়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি পুল, কাট, ড্রাইভ, সুইপ থেকে শুরু করে উভয় দিকেই ডিঙ্কি র্যাম্প শট খেলেন। তার খেলারဣ ধরণ আক্রমণাত্মক হলেও কখনও নিজের গঠন হারাননি সাই সুদর্শন।
আরও পড়ুন … অনুষ্কার সঙ্গে কোর্টে জুটি বাঁধলেন কোহলি! দীপিকাকে নিয়ে পিকলবল খেলায়🐼 নামলেন কার্তিক
উঁচুতে ব্যাট ধরার ট্রেন্ড বনাম সাইয়ের ‘ট্র্যাডিশনাল’ ব্যাটিং
শ্যানন ইয়ং বলেন, ‘আজকাল ফ্🃏রেজার বা বাটলারের মতো অনেকে ব্যাট একটু উঁচুতে ধরে খেলছে, যা টি-টোয়েন্টি ও পাওয়ার-হিটিংয়ের নতুন ট্রেন্ড। কিন্তু সাইয়ের খেলার মধ্যে ঐতিহ্য আছে। ব্যাকসুইং থেকেই গতি আনা হয় এবং সেই সঙ্গে তিনি সহজেই ট্র্যাডিশনাল শট খেলতেဣ পারেন। এ কারণেই ওর খেলা তিন ফরম্যাটেই মানিয়ে যায়।’
স্টেবল বেস — শক্তির মূলভিত্তি
ইয়ং বলেন, ‘সাইয়ের একটা অত্যন্ত স্টেবল বেস আছে এবং ওর উচ্চতা (সম্ভবত ৬ ফুট ২ ইঞ্চি) ওকে সেই বেস বজায় রাখতে সাহায্য করে। ব্যাকলিফট থেকে হাতের জোরে বল মারার ক্ষমতা ওর রয়েছে। ওর꧋ বডি খুব ভালোভাবে গ্রাউন্ড ইউজ করে, তাই ব্যাট সুইংও খুব স্মুথ হয়।’
ব্যাকলিফট কী?
— বল মারার আগে ব্যাটসম্যান যখন ব্যাটটিকে পিছন🔯ের দিকে ও ওপরের দিকে তোলে, সেটিকে ব্যাকলিফট বলা হয়।
স্টেবল বেস কী?
— ব্যাটসম্যানের শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ শরীরের নীচের অংশ, যা শক্তি ও নিয়ন্ত্রণ বজায় রಞাখতে সহায়তা করে।
উইংসপ্যান কী?
— একজন ব্যক্তি যখন দুই হাত ꦏসম্পূর্ণ ছড়িয়ে দেয়, তখন এক হাতের আঙুল থেকে আরেক হাতের আঙুল পর্যন্ত দূরত্ব। সাই-এর উইংসপ্যান তার উচ্চতার চেয়েও বেশি, ফলে ব্যাটিংয়ে বাড়তি লিভারেজ ও শক্তি আসে।
আরও পড়ুন … সূর্যবংশীর ব্যাটিং ঝড়, যুধবীরের গতি, ফের আটকে গেল ধোনির CSK! ৬ উইকেটে IPL 2025-এ নিজেদের শেষ 🍃ম্যাচ জিতল RR
সাইয়ের ব্যাট ফিটিং ও BPI বিশ্লেষণ
সাই সুদর্শন তার পুরনো সারে (Surrey) সতীর্থ কবে হারফট ও লরি এভান্সের সাহায্যে ইয়ং-এর সঙ্গে যোগাযোগ করেন। পারফরম্যান্স ল্যাবে শ্যাননে🎉র টিম ব্যাট, ব্যাকলিফট, সুইং, গ্রাউন্ড ফোর্স সব কিছু মেপে একটি প্রেজেন্টেশন তৈরি করে। সাই সেখানে তার দাদা সাই রাম ও মা উষা ভারতীয়র সঙ্গে সময় কাটান।
BPI (Balance Point Index) কী?
— ব্য⛦াটের ওজন ও ভারসাম্য কেমন, সেটা পরিমাপ করার জন্য শ্যানন ইয়ং-এর ল্যাব একটি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। এই মেট্রিক্সের সাহায্যে ব্যাট♌ের ওজন, ফিল, ও ব্যাটসম্যানের স্টাইলের সঙ্গে সামঞ্জস্য পরীক্ষা করা হয়।
শ্যানন বলেন, ‘পাঁচটা ব্যাট ছিল ওর সঙ্গে। সবগুলো দেখতে ভালো, কিন্তু সামান্য পার্থক্য ছিল। আমরা সব ব্যাটকেই এমনভা𒅌বে কাস্টোমাইজ করলাম যাতে সবগুলো একই রকম অনুভব করে এবং একইভাবে সুইং করে।’

আরও পড়ুন … ভিডিয়ো: ধোনির সঙ্গে হা🔴ত মেলালেন না বৈভব! ম্যাচ শেষে মাহির পায়ে ছুঁয়ে মন জিতলেন সূর্যবংশী
পাওয়ার হিটিং ও ‘স্প্রিং’ তত্ত্ব
ইয়ং ব্যাখ্যা করেন, ‘আমরা একটা ব্যালেন্স প্লেট ব্যবহার করি, যা বুঝতে সাহায্য করে, ব্যাটিংয়ের সময় কতটা ফোর্স মাটিতে প্রয়োগ হ🐼চ্ছে। একে আমরা ‘স্প্রিং থিওরি’ দিয়ে ব্যাখ্যা করি। মাটির সঙ্গে শরীরের সংযোগ, সেখান থেকে সঞ্চিত শক্তিই বলের মধ্যে ট্রান্সফার হয়, যেটা বড় শটের মূল।’
সাইয়ের ব্যাটিংয়ের সৌন্দর্য
তিনি বলেন, ‘আধুনিক টি-টোয়েন্টি হিটাররা যেমন ফ্র🎶েজার, ট্র্যাভিস হেড বা অভিষেক শর্মা, তারা বেশি ঝুঁকি নেয়। কিন্তু সাই ও শুভমন গিল ঐতিহ্যবাহী শট খেলে সেই ঝুঁকি কমিয়ে দেয়, তবুও হাই ইমপ্যাক্ট তৈরি করে।’ এই মুহূর্তে আইপিএল ২০২৫-এ সর্বোচ্চ রান করা সাই সুদর্শনের খেলা শুধু প্রতিফলন নয়, এটা ভবিষ্যতের ভারতীয় ব্যাটিংয়ের একটি বার্তা। এখানে বিজ্ঞান, ডেটা, ট্র্যাডিশন এবং স্﷽টাইল একসঙ্গে কাজ করে।