মাঝসপ্তাহে দিনের ব্যস্ত সময়ে বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাতে থেক﷽ে রক্ষা পেল ডাউন বনগা🐲ঁ লোকাল। তবে, যাত্রীদের দুর্ভোগ ঠেকানো গেল না।
আজ (বুধবার - ১৪ মে, ২০২৫) দমদম জংশন স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যত হয়ে যায় ডাউন বনগাঁ লোকাল। ঘটনাটি ঘটে দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার 🎶ঠিক আগের মুহূর্তে। অর্থাৎ - সেই সময় ট্রেনের গতি কম ছিল। ফলে কোনও বড় বিপদ হয়𓆏নি। কিন্তু, ট্রেনটি সেখানেই আটকে যায়। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এদিন বেলা ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি বনগাঁ স্টেশন ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই দুর্🃏ঘটনার ফলে দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দিতে হয়। ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে পুনরায় ট্র্যাকে তোলার চেষ্টা শুরু করে দেন রেলের কর্মী ও শ্রমিকꦚরা। ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকরাও।
এই ঘটনার পর বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল ট্রেন দাঁড় কর💦িয়ে দিতে হয়। দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকায় কেবলমাত্র ২ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই ডাউনের ট্রেন সাময়িকভাবে চালানোর সিদ্ধান্ত নিতে হয় রেল কর্🍸তৃপক্ষকে। ফলত, যাত্রীদের এই গরমে দুর্ভোগ বাড়ে।