পরিচালক আতিউল ইসলামের পরিচালনায় বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ঋত্বিকা সেন ও মীর। ছবির নাম ‘মহরৎ’। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক৷ ছবিতে ঋত্বিকা সেন ও মীর ছাড়াও রয়েছেন দেবল🥃ীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, দেবরাজ ভট্টাচার্য।
‘মহরৎ’-এর গল্প কী?
শ্যুটিং চলাকালীন গুলি কর🅠ে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী 'অপর্ণা মুখোপাধ্যায়'কে। তার প্রাক্তন স্বামী ‘সৃজন বন্দ্যোপাধ্যায়’ পেশায় নামকরা চিত্র পরিচালক। ছবি যত এগোতে থাকে, ততই খুনের রহস্য উন্মোচন হতে থাকে।সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ ভাবে জীবনযাপনের নানা𝐆 দিক ফুটে ওঠে। ছবিতে অভিনেতা মীর কে দেখা যাবে ‘ঈশান’-এর চরিত্রে, অন্যদিকে ঋত্বিকা সেনকে দেখা যাবে ‘মোহর’-এর চরিত্রে।
আরও পড়ুন: স্পষ্ট বেবি বাম্প, গর্ভের সন্তানকে নিয়ে নজরকাড়✅া লু꧙কে মেট গালায় ডেবিউ কিয়ারার
ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায় ও মশিউর রহমান। গান গেয়েছেন রূপম ইসলাম। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও মুর্শিদাবাদে। ছবিটি মুক্তি পাবে সেলিনা খাতুনের প্রযোজনায় ‘মীর এ🍌ন্টারটেইনমেন্ট’-এর ব্য🌟ানারে।
অভিনেতা মীর ছবি প্রসঙ্গে বলেন, ‘থ্রিলার ছবিতে দর্শকদের অন্য রকম স্বাদ দেব✅ে এই ছবি। ঈশান চরিত্রে অনেকগুলো স্তর রয়েছে। একজন পুলিশ অফিসারের চরিত্রে নিজেকে তৈরি করাটা খুব চ্যালেঞ্জিং ছিল।’
আরও পড়ুন: সন্তানদের মুগ্ধ করতেই মেট গালায় অংশ নিয়েছেন, দাবি শাহরুখের! জানালেন, 'এটাই হয🌄়তো আমার শেষ...'
অন্যদিকে ঋত্বিকা বলেন, ‘মোহর চরিত্রটা🍰 খুব সাহসী। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টারের চরিত্রে আমাকে দেখা✃ যাবে।’
ছ𝄹বিতে সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম। চলতি বছরে বড় পর্দায় পরিচালক আতিউল ইসলামের পরিচালনায় মুক্তি পাবে এই ছবি ‘মহরৎ’।