বাংলা নিউজ > ক্রিকেট > ভিডিয়ো - IPL-এ মিরাকেল ক্যাচ! PBKS-র শশাঙ্ককে ফিরিয়ে এবি-পোলার্ডকে মনে করালেন প্রোটিয়া তারকা
IPL 2025-র ম্যাচে দুর্ধর্ষ ক্যাচ নিলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রোটিয়াদের এই তালকার দুরন্ত ক্যাচ নিলেন বাউন্ডারি লাইনে। তিনিই মনে করিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স, কেইরন পোলার্ডদের। তাঁরা অতীতে আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন একের পর এক অনবদ্য ক্যাচ নিয়েছেন। এবার তাঁদেরই যেন মনে করালেন ছোট্ট এবি বলে যাকে ডাকা হয়, সেই ব্রেভিস।
ক্রিকেট খবর