রোহিত শর্মার জায়গায় এক সিনিয়র ক্রিকেটার 'অস্থায়ীভাবে' ভারতের অ𒁃ধিনায়ক হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বলে একটি রিপোর্টে জানানো হয়েছিল। আর রোহিতের জায়গায় ‘অধিনায়ক হতে চাওয়া' সেই খেলোয়াড়কে তুলোধোনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। রীতিমতো চাঁচাছোলা ভাষায় উথাপ্পা দাবি করলেন, এরকম সময় যে খেলোয়াড় সেই কাজটা করতে চেয়েছেন, তাঁদের নাম সকলের সামনে আনা উচিত। যে সময় দলের মধ্যে একতার প্রয়োজন ছিল, সেইসময় তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ব﷽্যস্ত ছিলেন। মানুষ হিসেবে সংশ্লিষ্ট খেলোয়াড়েরও লজ্জা হওয়া উচিত বলে আক্রমণ শানান উথাপ্পা।
'নিজের উপরে লজ্জা হওয়া উচিত', তুলোধোনা উথাপ্পার
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ভারতের প্রাক্তন ক্রিকেটার উথাপ্পা বলেন, 'যে (খেলোয়াড়ই) সেই মিস্টার ফিক্স-ইউ হোক না কেন, এই সময় দাঁড়িয়ে মানুষ হিসেবে সে চরম ল🥀জ্জার। আমার মনে হয়, সে যে (খেলোয়াড়ই) হোক না কেন, তার নিজের উপরে লজ্জা হওয়া উচিত। আমার মতে, যখন দলকে একত্রিত রাখার দায়িত্ব তোমার, তখন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের (চেষ্টা করার) বিষয়টি জঘন্য। পরিস্থিতি যতই খারাপ হো𒉰ক না কেন, তুমি নিজেকে দলের আগে রাখতে পারো না।'
আরও পড়ুন: পা🎀র্থে জিতেও একসঙ্গে খেতে যাননি ভারতীয়রা, নিজেকে ঘরে বন্দী রাখেন গম্𝔍ভীর- রিপোর্ট
‘ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের বিষয়টি বন্ধ করতে হবে’
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার আরও বলেন, 'ওই 🌌সময় আসলে আরও সংকল্পবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করা উচিত (খেলোয়াড়দের)। সেইসম♍য় তোমার বলা উচিত যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যা করা দরকার, আমি সেটাই করব। ওই ব্যক্তিটি (খেলোয়াড়) যেই হোক না কেন, সিনিয়র হোক বা জুনিয়র, সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং সকলের সামনে ওই ব্যক্তির নাম করতে হবে আর তাকে লজ্জার মুখে ফেলতে হবে। এটা বন্ধ করতে হবে। যখন দলের আরও বেশি একতার প্রয়োজন, তখন এরকম মাত্রার বালখিল্যতা এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের বিষয়টি বন্ধ করতে হবে।'
আরও পড়ুন: Rohit Sharma:একেবারে নিঃস্বার্থ সিদ্ধান্ত, খুবই সুরক্ষিত মানুষ ওঁ, রোহিতকে কুর্নিশ ইর♕ফানের
ভারতীয় ড্রেসিংরুমের অন্দরে বিতর্ক?
আর যে বিষয়টির প্রেক্ষিতে উথাপ্পা এমন মন্তব্য করেছেন, তা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছিল, মেলবোর্ন টেস্টের হারের পরে ভারতীয় ড্রেসিংরুমে অসন্তোষের বাতাবౠরণ তৈরি হয়েছিল। কোনওরকম রাখঢাক না করে খোলাখুলিভাবে খেলোয়াড়দের ‘মূল্যায়ন’ করেছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।
শুধু তাই নয়, সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছিল, ভারতীয় দলের অস্থায়ী ক্যাপ্টেন হিসেবে𝓰 নিজেকে তুলে ধরেছিলেন এক সিনিয়র খেলোয়াড়। তিনি নিজেকে ভারতের 'মিস্টার ফিক্স ইট' হিসেবে তুলে ধরেছিলেন। দলের অধিনায়কত্বের ভার সামলাতে জুনিয়র ক্রিকেটাররা তখনও তৈরি ছিলেন না বলে মনে করেছিলেন ওই সিনিয়র। যদিও সেই সিনিয়র ক্রিকেটার কে, তা জানানো হয়নি।