গুজরাট টাইটান্স (GT)-এর বিরুদ্ধে পরাজয়ের পর, সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর অধিনায়ক প্যাট কামিন্স খোলাখুলি স্বীকার করে নিয়েছেন যে দলের এই হারের জন্য তিনিই দায়ী। শুক্রবার আমেদাবাদে চলতি আইপিএল ২০২৫-এর ৫১তম ম্যাচে GT স্কোর বোর্ডে একটি বিশাল রান তোলে এবং পরে দুর্দান্ত বোলিং করে SRH-কে হারিয়ে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে।
এই পরাজয়ের ফলে, ২০১৬ সালের চ্যাম্পিয়ন SRH এখনও পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে, যেখানে তারা ১০টি ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছে (৬ পয়েন্ট)। এখন যদি তারা পরবর্তী চারটি ম্যাচের যেকোনও একটিতে হারেও, তাহলে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে।
ম্যাচ হারার পরে কী বললেন প্যাট কামিন্স?
পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে প্যাট কামিন্স বলেন, ‘কয়েকটি দিক থেকে পিছিয়ে পড়েছি। পাওয়ারপ্লেতে ব্যাট হাতে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। আমি নিজেও দোষী। ওদের ২০-৩০ রান বেশি দিয়ে ফেলেছি। এক-দুটি ক্যাচ হয়তো ধরতে পারতাম, সেটাও আমার দোষ। ২০০ রান তাড়া করা তখন কিছুটা সম্ভব মনে হচ্ছিল। ওদের ব্যাটসম্যানরা খুব ক্লাসি। তারা অপ্রয়োজনীয় কিছু করে না। আপনি খারাপ বল করলেই, সেটা মারবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক বেশি খারাপ বল করেছি। পিচটা ভালো ছিল। শেষ ১৪ ওভারে ১৪০ রান দেওয়া মোটামুটি ভালোই বলা যায়। শর্মা ভালো খেলেছে। শেষে নীতীশও। কিন্তু আমরা ব্যাটিংয়ে একটু বেশিই রেখে দিয়েছিলাম, দেরি করে ফেলেছি। কিছু আশা এখনও বাকি আছে। বড় নিলাম হয়েছে গত বছর। দলের মূল কোর তিন বছরের জন্য থাকছে। এখনও অনেক কিছু পাওয়ার আছে। এই ভেন্যুতে খেলাটা দারুণ। দর্শকেরা খুবই চমৎকার, খুবই জোরে চিৎকার করে।’
SRH-এর রান তাড়া পর্ব সংক্ষেপে:
অভিষেক ও হেড শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মার বিরুদ্ধে প্রথম ৪ ওভারে ৪৫ রান তুলে ফেলেন তারা। প্রসিদ্ধ কৃষ্ণা আক্রমণে এসে হেডকে তুলে নেন। হেড হাওয়ায় বল মারতে গিয়ে বেশিদূর খেলতে পারেননি। রশিদ খান দৌড়ে এসে ডান দিকে ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ নেন, এবং হেড ২০(১৬)-রান করে আউট হয়ে যান।
আরও পড়ুন … শ্রীসন্তের উপর ৩ বছরের নিষেধাজ্ঞা জারি করল KCA! বিতর্কে জড়িয়েছে সঞ্জুর নাম
ইশান কিষান নামেন এবং ১৩(১৭)-র একটি সংগ্রামী ইনিংস খেলে জেরাল্ড কোটজির বলে টপ এজে আউট হন, ক্যাচ ধরেন প্রসিদ্ধ। ক্লাসেন ও অভিষেক মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। রশিদ খানের বিরুদ্ধে ছয় মারেন দু’জনেই। অভিষেক অসাধারণ ব্যাটিং করে ফিফটি পূর্ণ করেন এবং এরপরও রশিদের বিরুদ্ধে একটি ছয় ও একটি চার মারেন।
আরও পড়ুন … টস জয়ের রহস্য জেনে গেছেন হার্দিক? বড় ইঙ্গিত দিলেন দীপ দাশগুপ্ত! পান্ডিয়ার ক্লাসে রিয়ান
এই অবস্থায় যখন কিছুটা আশা জাগছিল SRH শিবিরে, তখন ইশান্ত শর্মা সেই আশা ছিনিয়ে নেন। অভিষেক (৭৪) পুল মারতে গিয়ে বল সোজা পাঠিয়ে দেন সিরাজের হাতে। তারপর ক্লাসেন (২৩) উইকেট দেন জোস বাটলারের হাতে। এরপর সিরাজ পরপর দুই বলে আঘাত করে SRH-এর ইনিংস কার্যত শেষ করে দেন।
আরও পড়ুন … ভিডিয়ো: কোথায় গেল বল? RR vs MI ম্যাচ যেন গলি ক্রিকেট! IPL 2025-এর খেলা ছেড়ে বল খুঁজতে ব্যস্ত সূর্য
নীতীশ রেড্ডি শেষ দিকে কয়েকটি ছয় মারেন। ১৯তম ওভারের আগে GT ধীর গতিতে ওভার করায় তাদের একটি অতিরিক্ত ফিল্ডার বৃত্তের ভিতরে আনতে হয়। শেষ ওভারে হায়দরাবাদের দরকার ছিল ৪৪ রান।জয়ের আশা আর না থাকায়, নীতীশ ও কামিন্স ম্যাচটা শেষ করে দেন, এবং ৩৮ রানে পরাজয় মেনে নেন।