রবিবার (১৮ মে) বিকেলে আইপিএল ২০২৫-এর ৫৯তম ম্যাচে জয়পুরের সোওয়াই মানসিং স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আঙুলে চোট নিয়েই দুরন্ত লড়াই করেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের গুরুত্বপূর্ণ সময়ে ২৫ বলে ৩০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেন।
চোট সত্ত্বেও শ্রেয়স আইয়ার ম্যাচটি খেলেছেন
ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার (১৭ মে) অনুশীলনের সময়েই আঙুলে চোট পয়েছিলেন শ্রেয়স। তবু তিনি রাজস্থান দলের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নেন। ম্যাচের দিন দেখা যায়, আঙুলে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে টস করতে এসেছিলেন শ্রেয়স। চোটের অবস্থা দেখে অনেকেই আশা করেছিলেন যে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে আইয়ার হয়তো ব্যাট করবেন না, কিন্তু পঞ্জাব কিংসের অধিনায়ক কেবল মাঠে নামার সিদ্ধান্তই নেননি, বরং তাঁর ব্যাটিং দিয়ে দলের স্কোরেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নিজের চোট নিয়ে বড় আপডেট দিলেন পিবিকেএস অধিনায়ক
শ্রেয়স আইয়ার বলেছেন, তিনিও জানেন না তাঁর আঙুলে ঠিক কী সমস্যা হয়েছে। ড্রেসিংরুমে ফিরে গিয়ে ফিজিয়োদের সঙ্গে দেখা করার পর, তিনি আরও স্পষ্ট আপডেট দিতে পারবেন।
ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় শ্রেয়স নিজের চোট প্রসঙ্গে বলেন, ‘আমার ডান আঙুলে চোট লেগেছে এবং আমি জানি না, ঠিক কী হয়েছে। গতকাল (১৭ মে, শনিবার) অনুশীলনের সময় আমার চোট লাগে এবং আমাকে এখন পরীক্ষা করাতে হবে।’
ম্যাচ প্রসঙ্গে কী বললেন শ্রেয়স?
চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামতে পারেননি শ্রেয়স। দলকে নেতৃত্ব দেন শশাঙ্ক সিং। তবে নিজে মাঠে নামতে না পারলেও, বাইরে থেকেই প্লেয়ারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন শ্রেয়স। রাজস্থান রয়্যালস যখন পালটা আগ্রাসী মেজাজে খেলছিল, তখন মাঠের বাইরে থেকেই প্লেয়ারদের তাতাচ্ছিলেন পঞ্জাবের অধিনায়ক।