শনিবার (২৪ মে) দিল্লি ক্যাপিটালসের কাছে পঞ্জাব কিংস হারায়, ফের আকর্ষণীয় হয়ে গেল আইপিএলের ফার্স্টবয়, সেকেন্ড বয় হওয়ার লড়াই। গুজরাট টাইটান্স যেন হাতে স্বর্গ পেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও স্বস্তি ফিরে পেয়েছে। আর মুম্বই ইন্ডিয়ান্স মনে মনে বেশ খুশি। এদিন পঞ্জাব জিতলে তারা শীর্ষস্থান দখল করত। কিন্তু ম্যাচ হেরে শ্রেয়সের দল থেকে গেল দুইয়েই। এদিনের ম্যাচের পর পয়েন্ট টেবলের কোনও পরিবর্তন হল না। গুজরাটের এক নম্বর জায়গা আপাতত সুরক্ষিতই থাকল। এখন আইপিএল পয়েন্ট টেবলের যা পরিস্থিতি, তাতে তাতে মুম্বইয়ের প্রথম দুইয়ে শেষ করার আশা সামান্য হলেও বাড়ল।
গুজরাট যদি এখন তাদের শেষ ম্যাচ জেতে, তবে তারাই শীর্ষে থেকে শেষ করবে। হারলে চাপে পড়বে। আরসিবি আবার তাদের শেষ ম্যাচ জিতলে প্রথম দুইয়ে শেষ করার সুযোগ পাবে। তবে পঞ্জাব কিংসকে হারতে হবে।কারণ পঞ্জাব কিন্তু রানরেটে বেঙ্গালুরুর দলের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে। আর পঞ্জাব যদি শেষ ম্যাচ জেতে, আরসিবি-ও জেতে, সেক্ষেত্রে আরসিবি-কে বিশাল বড় ব্যবধানে জিততে হবে, যাতে রানরেটে পঞ্জাবকে তারা ছাপিয়ে যেতে পারে। আর জিটি, পিবিকেএল হেরে গেলে, আর আরসিবি জিতলে, তারা শীর্ষে শেষ করবে।
পঞ্জাব আবার ভালো ভাবে জিতলেই দুইয়ের মধ্যে থাকবে। তবে আরসিবি-র রানরেটের থেকে তাদের এগিয়ে থাকতে হবে। আর পঞ্জাবকে শীর্ষে থাকতে হলে, জিটি-কে হারতে হবে। মুম্বইয়ের ক্ষেত্রে আবার প্রথম দুইয়ের মধ্যে বা শীর্ষে শেষ করার অঙ্কটা জটিল। তাদের শেষ ম্যাচ পঞ্জাবকে তো হারাতে হবেই। শীর্ষে উঠতে হলে, বাকি দুই দলের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে। দুইয়ের মধ্যে শেষ করতে হল, আরসিবি বা জিটি-কে হারতে হবে। তবে জিটি-র যেহেতু পয়েন্ট ১৮, তাই মুম্বইকে রানরেট মাথায় রাখতে হবে। যদিও হার্দিক পান্ডিয়ার দলের নেট রানরেট সবচেয়ে ভালো।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ১৩ ম্যাচে ৯টি জয়, ৪টি হার, ১৮ পয়েন্ট (নেট রানরেট +০.৬০২)
২) পঞ্জাব কিংস- ১৩ ম্যাচে ৮টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৩২৭)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৩ ম্যাচে ৮টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.২৫৫)
আরও পড়ুন: ভালো পারফরম্যান্স করার পরেও কেন বাদ শ্রেয়স? আগরকরের সাফ দাবি, ‘ওর কোন জায়গা নেই’
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১৩ ম্যাচে ৮টি জয়, ৫টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +১.২৯২)
৫) দিল্লি ক্যাপিটালস- ১৪ ম্যাচে ৭টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৫ পয়েন্ট (নেট রানরেট ০.০১১)
৬) লখনউ সুপার জায়ান্টস- ১৩ ম্যাচে ৬টি জয়, ৭টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট -০.৩৩৭)
৭) কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৩)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১৩ ম্যাচে ৫ টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট -০.৭৩৭)
৯) রাজস্থান রয়্যালস- ১৪ ম্যাচে ৪টি জয়, ১০টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট -০.৫৪৯)
১০) চেন্নাই সুপার কিংস- ১৩ ম্যাচে ৩টি জয়, ১০টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.০৩০)