অজি কোচ রিকি পন্টিংয়ের স্বদেশ প্রীতির মাশুল দিচ্ছে পঞ্জাব কিংস? ধারণাটা ক্রমশ জোরালো হচ্ছে। আইপিএল ২০২৫-এর মেগা নিলামের সময়েই গুঞ্জন শুরু হয়। পন্টিং নিজের দেশের ক্রিকেটারদের ভরে ভরে দলে নেন। আইপিএলে একটি দল সর্বাধিক ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারে। পঞ্জাব কিংসের ৮ জন বিদেশির মধ্যে ৫ জন ছিলেন অস্ট্রেলিয়ার।
পঞ্জাব নিলাম থেকে কোন কোন অজি তারকাকে দলে নেয়
১. মার্কাস স্টইনিস- ১১ কোটি টাকা।
২. গ্লেন ম্যাক্সওয়েল- ৪ কোটি ২০ লক্ষ টাকা।
৩. জোশ ইংলিস- ২ কোটি ৬০ লক্ষ টাকা।
৪. অ্যারন হার্ডি- ১ কোটি ২৫ লক্ষ টাকা।
৫. জেভিয়ার বার্টলেট- ৮০ লক্ষ টাকা।
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল ২০২৫ সাময়িকভাবে স্থগিত হওয়ার সময় পর্যন্ত পঞ্জাবের সব অজি তারকাই ব্যর্থ বলা চলে।
চলতি আইপিএলে পঞ্জাবের অজি ক্রিকেটারদের পারফর্ম্যান্স
১. মার্কাস স্টইনিস- ৭ ইনিংসে ৮২ রান ও ০ উইকেট।
২. গ্লেন ম্যাক্সওয়েল- ৬ ইনিংসে ৪৮ রান ও ৪টি উইকেট।
৩. জোশ ইংলিস- ৬ ইনিংসে ৯২ রান।
৪. অ্যারন হার্ডি- মাঠে নামার সুযোগ পাননি।
৫. জেভিয়ার বার্টলেট- ১টি ইনিংসে ১১ রান ও ৩টি ইনিংসে ২টি উইকেট।
পঞ্জাব কিংস পরে চোট পেয়ে আইপিএল ২০২৫ থেকে ছিটকে যাওয়া গ্লেন ম্য়াক্সওয়েলের পরিবর্তে দলে নেয় আরও এক অজি তারকা মিচেল ওয়েনকে। ওয়েনের জন্য ৩ কোটি টাকা খরচ করতে হয় পঞ্জাবকে। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়েন রিকি পন্টিংয়ের রাজ্যদল তাসমানিয়ার ক্রিকেটার। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নজর কাড়লেও বিদেশি লিগে এখনও পযর্ন্ত ফ্লপ।
ওয়েন পাকিস্তান সুপার লিগের আসর থেকে যোগ দেন আইপিএলে। তবে পিএসএলে ওয়েন ফর্মে ছিলেন, এমনটা বলা যাবে না মোটেও। অর্থাৎ পিএসএলের ফ্লপ স্টারকে পঞ্জাব কিংসে নিয়ে আসেন পন্টিং এবং আইপিএল অভিষেকেও চূড়ান্ত ব্যর্থ হন তিনি। রবিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে পঞ্জাবের জার্সিতে আইপিএল অভিষেক হয় ওয়েনের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচে ওয়েন ২ বল খেলে শূন্য রানে আউট হন।