সেই বেঙ্গালুরু, সেই রান-আউট- ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি যা করেছিলেন, সোমবার ঠিক সেটাই করলেন রিচা ঘোষ। ২০১৬ সালের বিশ্বকাপের বাংলাদেশের বিরুদ্ধে ধোনির সেই দুর্দান্ত রান-আউটের সুবাদে ভারত এক রানে জিতে গিয়েছিল। আর আজ উইমেন্স প্রিমিয়র লিগে (WPL) রিচার দুর্দান্ত উপস্থিতি বুদ্ধির কারণে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নিশ্চিত হার বাঁচিয়ে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সুপার ওভারে গড়ায় ম্যাচ। যা WPL-র ইতিহাসে প্রথম সুপার ওভার। আর তাতে বাজিমাত করে ইউপি। ব্যাট হাতে দলকে সুপার ওভারে জেতাতে পারেননি রিচা।
শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল ইউপির
তবে আরসিবি যে সুপার ওভারেও এসেছিল, সেটা রিচার জন্যই। আসলে সোমবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮০ রান তোলে আরসিবি। সেই রানটা তাড়া করতে নেমে ১৯ ওভারের শেষে ইউপির স্কোর ছিল নয় উইকেটে ১৬৩ রান। অর্থাৎ জয়ের জন্য ১৮ রান দরকার ছিল। হাতে ছিল এক উইকেট।
আরও পড়ুন: শেষ ওভারে ১৭ রান, পরে বোলিংয়ে বাজিমাত, WPL-র প্রথম সুপার ওভারে বাজিমাত সোফির!
সেই অবস্থায় রেণুকা সিংয়ের প্রথম বলটা ডট হয়। কোনও রান নিতে পারেননি সোফি একলেস্টোন। কিন্তু পরের তিনটি বলেই খেলা ঘুরিয়ে দেন। দ্বিতীয় এবং তৃতীয় বলে ছক্কা মারেন। চতুর্থ বলে চার মারেন ইংরেজ তারকা। পঞ্চম বলে এক রান নেন। অর্থাৎ জয়ের জন্য শেষ বলে এক রান দরকার ছিল ইউপির।
আরও পড়ুন: WPL 2025 Records: ‘হ্যাটট্রিকের মতো বোলিংটাও করিনি…’, WPL-তে শেষ ৩ বলে ৩ উইকেট নিয়ে মজা হ্যারিসের
স্টাম্পে বল ছোড়েননি, নিজে দৌড়ে এসে ভেঙে দেন
সেই অবস্থায় অফস্টাম্পের বাইরে বল করেন রেণুকা সিং। নিজের সর্বস্ব শক্তি দিয়ে শট মারার চেষ্টা করেন ক্রান্তি গৌড়। কিন্তু ব্যাট ও বলের কোনওরকম সংযোগ হয়নি। বলটা উইকেটের পিছনে চলে যায়। আর দৌড়াতে থাকেন ক্রান্তি। সেই অবস্থায় রিচা বলটা স্টাম্পের দিকে না ছুড়ে ধোনির মতো দৌড়ে আসেন। আর তারপর স্টাম্প ভেঙে দেন ভারতীয় উইকেটকিপার। ক্রিজের অনেকটা দূরে ছিলেন একলেস্টোন। ফলে রান-আউট হয়ে যান। ম্যাচ গড়ায় সুপার ওভারে।