ইংল্যান্ডের গ্রেস রোডের মাঠে এক টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল লেইসেস্টারশায়ার এবং স্ট্যাফোর্ডশায়ার দল। সেখানেই এক অভূতপূর্ণ নজির গড়ে ফেললেন ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলা ক্রিকেটার ঋষি প্যাটেল। এটা ছিল এই দুই দলের মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ। সেখানেই স্ট্যাফোর্ডশায়ারের বোলারদের মেরে পুরো ছাতু করে দিল লেইসেস্টারশায়ার দল। এমনি কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডের লেইসেস্টারশায়ার দলে প্রচুর জাতীয় দলের মুখ খেলে। আপাত🙈ত কাউন্টি ক্রিকেটে এক সপ্তাহের বিরতি থাকায় তাঁদের দলই টি২০ 🌸ক্রিকেটে খেলতে নেমেছিল। আর তাঁদের হয়ে মাঠে নামতে দেখা যায় লোগান ভ্যান বিক, রেহান আহমেদের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়দের।
প্রথমে ব্যাট করতে নেমে ঋষি প্যাটেল সোল বাদিঙ্গারের সঙ্গে ওপেন করেন। সোল দ্রুততার সঙ্গেই অর্ধশতরান করে ফ🧔েলেন। এরপর যতক্ষণে বাদিঙ্গার আউট হলেন জ্যাকব গার্লিকের বলে, ততক্ষণে ২০ বলে ৬০ রান তুলে ফেলেছিলেন তিনি। এর মধ্যে ১১টাই ছিল বাউন্ডারি।
এরই মধ্যে একটা ওভারে তো পরপর ছয়টা ছয়ও মেরে দেন ঋষি প্য়াটেল। প্রথমে বোলারের মাথার ওপর থেকে ছয় মারার পর লেগ সাইডে একটি ছয় মারেন তিনি। এরপর ফের বোলারের ওপর থেকে সামনের📖 দিকে ছয় মারতে থাকেন। প্রত্যেকটা বলেই তিনি বাউন্ডারি মারেন, সেই সুবাদেই ওভার থেকে আসে ছয়টি ছক্কা।
যদিও নিজের শতরান তিনি পূর্ণ করতে পারেননি। চার রান দূরে থেমে যায় তাঁর ইনিংস। ৪০ বলে ৯৬ রান করেন ঋষি। আর ২০ ওভার🎶ে তাঁর দল লেস্টারশায়ার তোল♛ে ৭ উইকেটে ৩০০ রান। যদিও টি২০ স্ট্যাটাশ না থাকা কারণে এটি হয়ত পরিসংখ্যানে যোগ হবে না। তবে মাত্র তিনবার পুরুষদের টি২০ ক্রিকেটে তিন সংখ্যার রান উঠেছে।
২০২৩ সালের শেষ দিকে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ডাক পেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া সার্কিটে ঋষি প্যাটেলকে অন্যতম প্রতিভাবান ব্যাটারদের মধ্যে ধরা হয়। এসেক্স থেকে গ্রেস রোডে আসার পরই যেন তাঁর কেরিয়ার পুরো বদলে গেছে। আরও আক্রমনাত্মক হয়ে উঠেছে তাঁর ব্যাট। এর আগের কয়েকটা ꦏম্যাচ চোটের জন্য তাঁর নষ্ট হয়ে গেছিল। কিন্তু সাম্প্রতিক সময় যে কটি ম্যাচ তিনি খেলেছেন তাতে হয় বড় রান করেছেন তিনি, নাহলে ০ বা ১ রানেই সাজঘরে ফিরেছেন। স্ট্যাফোর্ডশায়ার দল পাল্টা ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায়। ২৫০ রানের ব্যবধানে তাঁরা ম্যাচ হেরে যায়। মাত্র ১২ রানের মধ্যেই তাঁদের ৫ উইকেট পড়ে গেছিল।