টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটানোর জন্য বিরাট কোহলির প্রশংসা করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারের অদ্বিতীয় ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও আবেগে মুগ্ধ হয়েছেন নাসের হুসেন। কোহলির টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরে যেখানে একাধিক প্রাক্তন ক্রিকেটার বলছেন যে তিনি অন্তত আরও দুই বছর খেলতে পারতেন, তখন𝔉 হুসেন তার অবসরের পিছনে একটি নতুন দৃষ্টিকোণ সামনে আনলেন।
সোমবার ১৪ বছরের এক অসাধারণ টেস্ট কেরিয়ারের পর অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। তার আগে, রোহিত শর্মাও টেস্ট থেকে অব🍷সর নিয়েছেন, এবং মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই দুই স্তম্ভ টেস্ট ক্রিকেটকে বিদায় জানান🔯োয় ভারতের সামনে আসন্ন ইংল্যান্ড সফরের পাঁচটি গুরুত্বপূর্ণ টেস্টে বিশাল শূন্যতা তৈরি হয়েছে।
ভারতের 🥀হয়ে ১২৩ টেস্টে ৯,২৩০ রান করে দেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কেরিয়ার শেষ করলেন কোহলি। অধিনায়ক হিসেবে তার অধীনে ভারত ৬৮ টেস্টে ৪০ জয় পেয়েছে এবং ৪২ মাস বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল।
আরও পড়ুন … কোন দল⛄ ব꧋িদেশিদের নিয়ে কতটা চাপে? WTC Final ও ENG vs WI সিরিজ IPL 2025-এ কতটা প্রভাব ফেলবে?
স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে নাসের হুসেন বলেন, ‘গত ১৪ বছর ধরে আমি বিরাট কোহলির বিশাল ভক্ত। তার পরিসংখ্যানই সব বলে দেয় – কিন্তু তিনি তার চেয়েও অনেক বেশি কিছু। তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও আবেগ ছিল অতুলনীয়। আমরা জানি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এই খেলা কতটা গুরুতꦬ্বপূর্ণ। তারা চান তাদের অধিনায়ক যেন দেখিয়ে দেন যে এই দলের জন্য খেলা কতটা অর্থবহ। এবং এ দিক থেকে কোহলির মত করে কেউ ভারতীয় ক্রিকেটের প্রতি আবেগ দেখাননি।’
আরও পড়ুন … লাহোর কালান্দার্সে কি খেলবেন শাকিব আল হাসান? PSL 2025-এ বাং💞লাদেশের অরাউন্ডারকে নিয়ে জল্পনা
হুসেন আরও বলেন, ‘বিরাট কোহলি অবিশ্বাস্য একজন খেলোয়াড় ছিলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚﷺᩚ𒀱ᩚᩚᩚেন। তিনি ভারতকে বিশ্বের সেরা দলে পরিণত করেছিলেন এবং দলটিকে টানা ৪২ মাস শীর্ষে রেখেছিলেন। তিনি পুরোপুরি বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের খেলার ধরন। যিনি এই দায়িত্ব এখন কাঁধে নেবেন, তাকে অনেক বড় কিছু সামলাতে হবে।’
কোহলির টেস্ট অবসরের পিছনে নাসের হুসেনের ব্যাখ্যা, ‘বিরাট কোহলি তার কেরিয়ারে ৩০টি টেস্ট শতরান করেছেন এবং জো রুট, স্টিভ স্মি🐟থ, ও কেন উইলিয়ামসনের সঙ্গে ‘ফ্যাব ৪’-এ পরিণত হয়েছিলেন। তাদের মধ্যে কেরিয়ারের শীর্ষ পর্যায়ে কোহলিকেই সেরা হিসেবে বিবেচনা করা হত।’
আরও পড়ুন … আইপিএল ২০২৫: প্লেঅফে উঠতে হলে কোন দলকে কতগুলো জিততে হবে? KKR-র কি𝕴 কোনও সম্ভবনা রয়েছ🐷ে?
নাসের হুসেন মনে করেন, ‘কোহলির পক্ষে শুধুমাত্র ‘সাধারণ ক্রিকেটার’ হয়ে থাকা গ্রহণযোগ্য নয়। সেটাই হয়তো তার অবসরের সিদ্ধান্তের পিছনে বড় ভূমিকা রেখেছে – তিনি আর পাঁচজনের মতো হয়ে থাকতে চাননি, যারা মাঝে মাঝে পারফর্ম করে। তিনি সর্বদা জয়༒ চান। কেন তিনি🅷 রান তাড়ায় এত ভালো ভাবুন তো? কারণ তিনি কখনও মাঠে ১০০% না দিয়ে খেলতে পারেন না। তিনি কখনও ভাবেন না, ‘আজ চেষ্টা করে দেখব’। সেই মানসিকতা থেকেই হয়তো তিনি মনে করেছেন, এটা বিদায় বলার সঠিক সময়।’
হুসেন♔ শেষে বলেন, ‘তিনি চরম ম𝔍াত্রার এক জয়প্রিয় খেলোয়াড় – তার জন্য সব কিছু মানেই জয়। এবং সেই মানসিকতাই ভারতকে আজকের মতো একটি শক্তিধর দলে রূপ দিয়েছে।’