এই মুহূর্তে পুরো দমে চলছে রঞ্জি ট্রফি। ইতিমধ্যেই খেলা হয়ে গেছে একাধিক ম্যাচ। ব্যাট হাতে হোক কি বল হাতে, ছাপ ফেলেছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। চলতি মরশুম থেকে উঠে এসেছে অজস্র দৃষ্টি আকর্ষণ করার মতো পারফরম্যান্স। তবে চলতি মরশুমে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে শীতকালের কুয়াশা। ব্যাঘাত ঘটেছে প্রায় সব দলেরই প্রথম তিনটি ম্যাচে।
এমন শোচনীয় পরিস্থিতি থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, তথা উত্তরপ্রদেশ দলের হেড কোচ সুনীল জোশী বিসিসিআইকে অনুরোধ করেছেন উত্তর ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে প্রাক্তন তারকা স্পিনার জানিয়েছেন যে তিনি বিসিসিআইয়ের কাছে অনুরোধ করছেন যাতে আগামী মরশুমে যেন উত্তর ভারতে সেই অঞ্চলের সব টিমগুলিকে নিজেদের প্রথম চারটি ম্যাচ না খেলানো হয়। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেছেন যে কুয়াশা ও খারাপ আলোর জন্য খেলায় সমস্যা হচ্ছে এবং এর জেরে বহু ক্রিকেটার হতাশ হয়ে গিয়েছেন এবং নায্য পয়েন্ট থেকেও বঞ্চিত হতে হচ্ছে দলগুলিকে।
তিনি বলেন, 'উত্তর ভারতের আবহাওয়া নিয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই, তবে এখানে যা পরিস্থিতি তার জন্য আমরা বহু ম্যাচে জয় থেকে বঞ্চিত হয়েছি। এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, অন্যান্য টিমের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রায় সব দলই অতিরিক্ত কুয়াশা ও বাজে আলোর জন্য চাপে পড়েছে। তাই আমি বিসিসিআইকে অনুরোধ করব যেন আগামী মরশুমে যেন উত্তর ভারতে সেই অঞ্চলের সব টিমগুলিকে নিজেদের প্রথম চারটি ম্যাচ না খেলানো হয়। শেষের দিকে হোম গ্রাউন্ডে খেলাক। এতে সব পক্ষেরই সুবিধা হবে। কোনও ম্যাচই কুয়াশা ও খারাপ আলোর জন্য বন্ধ হওয়া উচিত নয়। এতে যেটা হয় সেটা হল ক্রিকেটারদেক মন ভেঙে যায়। ওরা পুরো খেলার সুযোগ পায় না এবং পারফর্ম করেও দেখাতে পারে না।'
পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে, 'আপনি যদি ঠিকভাবে দেখেন তাহলে আমরা ৬০ থেকে ৭০ ওভার খেলার সুযোগ পেয়েছি। যে ক্রিকেটার দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছে জাতীয় দলে কামব্যাক করার জন্য, তার জন্য এটা অত্যন্ত কষ্টের হবেই। সে তো না খেলে বসে থাকছে। এটা একেবারেই ঠিক নয়।'