বুধবার রাতে আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে বড় বির্তক দেখা দিল। দিল্লি রান তাঁরা করতে নেমেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ১৮০র বেশি রান তাড়া করতে নেমে দিল্লির স্কোর ৫৯ রান দূরেই থেমে যায়। এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই আইপিএলে এবারে প্লে অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচেরই দিল্লিরল ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক পোড়েলের স্টাম্প আউট হওয়া নিয়ে রয়েছে বিতর্ক। বাঁহাতি এই ব্যাটার স্টাম্প আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দিল্লির ব্যাটিং।
প্রথম তিন ওভারের মধ্যেই ফ্যাফ দুপ্লেসি এবং কেএল রাহুলকে হারায় দিল্লি। ১৮১ রানের টার্গেটে পৌঁছতে দিল্লির পোড়েলকে এদিন বড় স্কোর করতে হতছ। কিন্তু তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত জবনিকা পড়ে যায় ম্যাচে। উইল জ্যাকসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল।
জ্যাকের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকের জন্যই ক্রিজের বাইরে এসে শট খেলতে বাধ্য হয়েছিলেন অভিষেক। আর সেই সুযোগেই উইকেটের পিছনে নিখুঁতভাবে নিজের কাজটি সামলে অভিষেককে আউট করেন রায়ান রিকেলটন। এরপরই সেই সিদ্ধান্ত যায় আম্পায়ারের কোর্টে। অনেকের মনে হচ্ছিল ভিডিয়ো রিপ্লে দেখে যে অভিষেকের পায়ের কিছুটা ক্রিজের ভিতরে রয়েছে। সাধারণত এসব ক্ষেত্রে ব্যাটারদেরই বেনিফিট অফ ডাউট দেওয়া হয়ে থাকে, কিন্তু এদিন সেটা দেওয়া হল মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে।
আউটের পরই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। অনেকেই আউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সোশাল মিডিয়ায় অনেকেই সেই ভিডিয়ো শেয়ার করা শুরু করেছেন। যদিও একটি ভিডিয়োতে দেখা যায়, রিকেলটন যখন বেল উড়িয়ে দিচ্ছিলেন তখন অভিষেকের পা হাওয়ায় ছিলেন। অর্থাৎ উইকেটের পিছনে মাটিতে তাঁর পা ছিল না। আম্পায়ারের তরফে আউটের সিদ্ধান্তের পর অভিষেক পোড়েলকেও অবাক হতে দেখা যায়। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররাও ডাগ আউটে আম্পায়ারের এই সিদ্ধান্তকে নিয়ে আলোচনা শুরু করেন। বোঝাই যাচ্ছিল, তাঁরা কেউই খুব একটা খুশি নন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে।
একঝলকে অভিষেকের আউটের ভিডিয়ো
এই হারের ফলেই আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। প্রথম চারটি ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও মাঝপথে নিজেদের ছন্দ হারিয়ে প্লে অফের টিকিট হাতছাড়া করল ডুপ্লেসি, লোকেশ রাহুলরা। এরপর তাঁদের একটি ম্যাচ বাকি রয়েছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।