রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ খেলোয়াড় স্বস্তিক চিকারার সঙ্গে বিরাট কোহলির সাম্প্রতিক সম্পর্ক সোশাল মিডিয়ায় মোস্ট ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের পর আরসিবি আইপিএলের টপ টু-তে রয়েছে। অর্থাৎ তাঁরা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ালিফায়ার ওয়ানে খেলবে । এবারের আইপিএলের আগে উত্তরপ্রদেশের ব্যাটার স্বস্তিক চিকারাকে দলে নেয় আরসিবি। যদিও ৩০ লক্ষ টাকায় কেনা এই ক্রিকেটারকে এখনও পর্যন্ত আইপিএলে এক ম্যাচেও নামায়নি বেঙ্গালুরু। বরং পরিবর্তন হিসেবে দলে যোগ দেওয়া মায়াঙ্ক আগরওয়ালকে তাঁরা লখনউয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামান। ম্যাচে মায়াঙ্কও যথেষ্ট ছাপ ফেলেছেন ব্যাট হাতে। আরসিবি তাঁদের ইতিহাসে সর্বোচ্চ রান আইপিএলে তাড়া করে জেতার নজির গড়ে ফেলে।
স্বস্তিক চিকারার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক খুবই ভালো,সারাক্ষণ বিরাটের সঙ্গে তিনি লেগে থাকেন বলে অনেক সময়ই সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে মজার ভিডিয়ো ভাইরাল হয়। বিরাট কোহলিকে বরাবরই নিজের বড় ভাই হিসেবে উল্লেখ করে থাকেন স্বস্তিক, বিরাটও বিষয়টি মজার ছলেই মেনে নেন। কারণ কোহলি নিজেও জানেন, তিনি কেরিয়ারের এমন অনেক কিছুই করেছেন, যার জন্য এমন ভালোবাসা তিনি পাচ্ছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টের আইপিএলের গ্রুপ স্টেজের শেষ ম্যাচের পর স্বস্তিক চিকারা দলের ড্রেসিমরুমে গিয়ে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি তোলেন। আর সেই ছবি তোলার মূহূর্তটাই আরসিবি নিজেদের সোশাল মিডিয়া পোস্টে প্রকাশ করে। সেখানেই বিরাট ছবি তোলার পর স্বস্তিক চিকারার উদ্দেশ্যে যা বললেন, তা মূহূর্তেই ভাইরাল হয়ে গেল।
সেই ছবিটি তোলার পরই বিরাট কোহলিকে বলতে শোনা যায়, ‘সব সময় আমার মাথা খেতেই থাকে ’। এরপর বিরাটকে সেই সেলফি ছবিটি দেখিয়ে স্বস্তিক চিকারা বলেন, ‘আমাদের বড় ভাই হয়। তাই যখন ইচ্ছা হয় একটা করে ছবি তুলে নি ’। বিরাটের সঙ্গে স্বস্তিকের এই মজাদার বন্ধুত্ব তথা দাদা-ভাইয়ের সম্পর্কই বুঝিয়ে দিচ্ছে তাঁদের দলের ড্রেসিংরুমের আবহাওয়া ঠিক কতটা সুন্দর।
কোহলি ইতিমধ্যে এবারের IPL-এ আটটি হাফ-সেঞ্চুরি করেছেন এবং ৬০০-র বেশি রান করেছেন। অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন জোরালোভাবে। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, গত বছর তিনি T20I থেকে অবসর নিয়েছিলেন, তবে তিনি এখনও IPL খেলে যান। ঋষভ পন্তদের বিরুদ্ধে আরসিবির জয়ে বড় ভূমিকা রাখেন বিরাট।