যখন ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে, তখন ক্𓄧রিকেট কূটনীতিও চুপিসারে নিজের ভূমিকা পালন করে চলেছিল। জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) পাকিস্তান সুপার লিগ (PSL)-এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়েছিল। তবে আমিরাত ক্রিকেট বোর্ড (ECB) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। এবং এর পিছনে ভারতীয় ক্রিকেট প্রশাসকদের ইঙ্গিত রয়েছে বলে মনে করছে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেট কর্তা বলেন, ‘যখন সীমান্তে সৈনিকেরা প্রাণ হারাচ্ছেন, তখন আমরা চুপ থাকতে পারি না।’ আগেই একটি রিপোর্টে বলা হয়েছিল যে ভারত থেকে ইঙ্গিত এসেছে, এবং এবার ECB (Emirates Cricket Board)-র সিদ্ধান্তও সেই দিকেই ইঙ্গিত করে। জ🧸য় শাহ যিনি প্রাক্তন BCCI সচিব ও বর্তমান ICC চেয়ারম্যান এবং তাঁর আমিরাতের নেতৃত্ব ও ক্রিকেট বোর্ডের সঙ্গে সুসম্পর্ক এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।
BCCI ও ECB (Emirates Cricket Board)-র সম্পর্ক বরাবরই সদ্ভাবপূর্ণ থেকেছে, বিশেষত IPL-এর দেড়টি মরশুম এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে আয়োজনের পর থেকে। ECB (E👍mirates Cricket Board)-র সচিব জেনারেল মুবারশির উসমানির সঙ্গে ভারত ও মুম্বইয়ের একটি রক্তের যোগ রয়েছে।
আরও পড়ুন … কোহলি-রোহিতের অবর্তমানে কেমন হবে ভার𒈔তের টেস্ট দল? নতুন যুগে পা দিতে চলেছে টিম ইন্ডিয়া!
‘আমরা BCCI এবং জয় ভাইয়ের কাছে ঋণী।’ Cricbuzz-কে বলেন এক ECB কর্তা, ভারতীয় ভূমিকাকে স্বীকার করে। PCB ঘোষণা করেছিল যে PSL-এর বাকি আটটি ম্যাচ (চারটি লিগ ও চারটি প্লে-অফ) দুবাইযꦕ়ে স্থানান্তরিত হবে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই ঘোষণা প্রত্যাহার করে তারা জানায় যে লিগ স্থগিত করা হয়েছে। স্পষ্ট ছিল, PSL-এ অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা খেলা চালিয়ে যেতে চাননি।
আরও পড়ুন … টম কারান কাঁদছিলেন, মিচেল বলেন ‘কখনও পাকিস্তানে যা♏বেন না’- PSL 2025 নিয়✅ে রিশাদ হোসেন
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, ‘আমরা PCB-তে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক সুস্থতার প্রতি আন্তরিক শ্রদ্ধা রাখি এবং বিদেশি ক্রিকেটারদের পরিবারের উদ্বেগকে সম্মান জানাই, যারা তাঁদের প্রিয়জনদের বাড়ি ফিরে যেতে দেখতে চান।’ প্রথমে PCB-র প্রস্তাবে সম্মতি দিলেও, পরে ECB (Emirates Cricket Board) প্রথমে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করে এবং এরপর অত্যন্ত উচ্চ মূল্য দাবি করে বসে, যা আর্থিকভাব✨ে সংকটে থাকা PCB-র সাধ্যের বাইরে ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি উত্তেজনার প্রেক্ষাপটে, PSL-এর ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।