শুভব্রত মুখার্জি:- ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। আর সেখানে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল নাকি তাদের সমস্ত ম্যাচ খেলবে ক্যারিবিয়ান ভূমিতে! আইসিসি এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সদস্যরা টি-২০ বিশ্বকাপের সমস্ত ভেন্যুগুলোতে পরিদর্শন করেছে। তারপরেই আইসিসির সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে গ্রুপ পর্বে ইংল্যান্ড মোট চারটি ম্যাচ খেলবে। এই চারটি ম্যাচ আয়োজন করা হতে পারে অ্যান্টিগা, বার্বাডোজ এবং সেন্ট লুসিয়াতে। ফলে গ্রুপ পর্বের কোনও ম্যাচ ইংল্যান্ড দল যে আমেরিকা যুক্তরাষ্ট্রে খেলছে না তা একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছে। তারা নক আউট পর্বে কোয়ালিফাই করার পরেও তাদের ম্যাচ আমেরিকাতে না পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে করে জোস বাটলাররা তাদের সব ম্যাচই খেলতে পারে ক্যারিবভূমে।
প্রসঙ্গত এই প্রথমবার আমেরিকাতে আয়োজন করা হবে কোন আইসিসির ইভেন্ট। ক্রিকেট খেলাকে আরও বেশি জায়গায় ছড়িয়ে দিতেই এই উদ্যোগ আইসিসির। এমনকি ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচেরও আয়োজন করবে আমেরিকা তা নিশ্চিত। এই ম্যাচটি হতে পারে আইসেনহাওয়ার পার্কে। যা ম্যানহাটন থেকে ৩০ মাইল দূরত্বে অবস্থিত। এবারের বিশ্বকাপে ২০টি দল খেলবে। যার মধ্যে প্রথমবার টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে আমেরিকা, কানাডা এবং উগান্ডা। ক্রিকেটারদের সফরের কথা এবং সমর্থকদের কথা মাথায় রেখেই এখন পর্যন্ত আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে তাতে করে আমেরিকাতে মাত্র ১০টি ম্যাচ করা হতে পারে।
ইংল্যান্ডের গ্রুপের ম্যাচগুলো হতে পারে অ্যান্টিগা, বার্বাডোজ এবং সেন্ট লুসিয়াতে। কারণ এই তিনটি জায়গা ইংল্যান্ড সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গ্রুপ পর্বে যে কোন একটি গ্রুপের সব খেলাই আমেরিকাতে করার ভাবনা চিন্তা নিয়েছে আইসিসি। তবে সেটা কোন গ্রুপের খেলা তা অবশ্য নির্দিষ্ট করে বলা হয়নি। উল্লেখ্য টি-২০ বিশ্বকাপ হবে ৪-৩০ জুন। আইসিসির তরফে এখনও গ্রুপবিন্যাস করা হয়নি। ২০১৩ সালের পর থেকে ভারত এবং পাকিস্তানকে প্রতিটি আইসিসি ট্রফিতেই এক গ্রুপে রাখা হচ্ছে। এই টি-২০ বিশ্বকাপেও অন্যথা হবে না। এরপর গ্রুপ পর্বের পরে খেলা হবে সুপার এইট পর্যায়ে। যেখানে চারটি দলকে দুটি গ্রুপে ভাঙা হবে। সুপার এইটের সবকটি ম্যাচ খেলা হবে ক্যারিবভূমে। ফলে আশা করা হচ্ছে মোট ৫৫টি ম্যাচের ১৬টি ম্যাচ আয়োজন করবে আমেরিকা। ড্যালাসের গ্রান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রাউনইয়ার্ড কান্ট্রি, নিউইয়র্কের নাসাউ কাউন্টিকে ইতিমধ্যেই আমেরিকার তিনটি ভেন্যু হিসেবেও নিশ্চিত করা হয়েছে।