প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে দাঁড়তে নিষেধ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কেন তিনি প্রাক্তন বিচারপতিকে ভোটে দাঁড়াতে বারণ করছেন তাও জানিয়েছে নিজের এক্স হ্যান্ডেলে। কুণালের কথায় যার হাত ধরে তিনি ব🅷ি💝জেপি যোগ দিয়েছেন সেই ব্যক্তিই তাঁকে জিততে দেবে না বলে লিখেছেন কুণাল।
এর আগে শনিবার তমলুকের সভাতেও সেই একই দাবি করেছিলেন কুণাল। এক্স𒈔ে তিনি প্রাক্তন বিচারপতির উদ্দেশে লিখেছেন, 'পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।'
আরও পড়ুন। ফিরহাদের সঙ্গে বৈঠক, মান কি ভাঙল? ইঙ্গিত দ𒉰িলেন না হুমায়ুন
এর পর তিনি লিখেছেন, 'যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অ𒉰ন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।' কুণাল এখানে কোনও নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তিনি আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে𒉰 বোঝাতে চেয়েছেন।
এর আগে শনিবার তি✨নি তমলুকের সভা প্রায় একই কথাই বলেন 💟কুণাল। তিনি বলেন, 'ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন। তাই আপনাকে অনুরোধ বিজেপি নেতৃত্বেকে জানিয়ে দিন যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন না।'
আরও পড়ুন। দেবাংশুর প্রতিপক্ষ CPM-এর সায়ন, তমলুকে খেলা জমাতে পারবে সিপিএমඣ?
এর প্রতিকꦉ্রিয়ায় একটি সংবাদমাধ্যমকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,'কুণালবাবু আপনার এই উপদেশ ও পরামর্শের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। '
প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই ছড়িয়ে পড়ে তমলুক থেকে বিজেপ🐽ির হয়ে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এখনও দলের তরফে কিছু জানানো হয়নি। তমলুকে বেশ কয়েক জায়গায় দেওয়াল লেখা হয়েছে। অন্য দিকে তৃণমূল সেখানে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে।
আরও পড়ুন। ওড়িশায় বিজেপি-🧸বিজেডি জোট কি পাকা হল? কী বলেছেন শাহ!