গতকাল অর্থাৎ ১ মে থেকে শুরু হয়ে গেছে Waves summit 2025। চলবে আগামী ৪ মে পর্যন্ত। এই অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের একাধিক নামিদামি তারকাদের উপস্থিত থাকতে দেখা যায়। প্রতিদিন কোনও না কোনও বিষয়ের ওপর বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তারকাদের। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এবার বিনিয়োগকারীদের আহ্বান জানালেন আমির খান।
ভারতের প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন আমির খান। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ভারতের শিল্পের সুবৃদ্ধি ঘটানোর প্রসঙ্গে মন্তব্য রাখেন তিনি। এগিয়ে আসতে বললেন বিনিয়োগকারীদের।
আমির বলেন, ‘আমার বিশ্বাস, আগামী সময়ে ভারতে আরও অনেক বেশি থিয়েটার তৈরি হবে। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন জেলা এবং মফস্বল এলাকায় থিয়েটারের অভাব রয়েছে। গত কয়েক দশক ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা।’
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
আমির বলেন, ‘আমার মতে চলচ্চিত্র শিল্পে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। ভারতের চলচ্চিত্র শিল্প আরও বেশি আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন করবে, যদি সারা দেশে থিয়েটার তৈরি হয়। যদি সেটা না হয়, তাহলে বড় পর্দায় মানুষ সিনেমা দেখতে আসবে না।’
ভারতের থিয়েটারের সংখ্যা বর্ণনা করতে গিয়ে আমির বলেন, ‘আমাদের দেশের আকার এবং দেশের জনসংখ্যার বিচারে থিয়েটারের সংখ্যা ভীষণ কম। ভারতে মাত্র ১০,০০০ থিয়েটার রয়েছে, যেখানে আমেরিকায় রয়েছে ৪০,০০০ এবং চিনে রয়েছে ৯০ হাজার।’
অভিনেতা আরও বলেন, ‘আমাদের দেশে যে ১০ হাজার থিয়েটার রয়েছে তার মধ্যে অর্ধেক রয়েছে দক্ষিণ ভারত এবং বাকি অর্ধেক দেশের বাকি অংশে। হিসেব অনুযায়ী একটি হিন্দি সিনেমার জন্য ৫ হাজার স্ক্রিন বরাদ্দ থাকে।’
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
ভারতীয় দর্শকদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যার মাত্র ২ শতাংশ চলচ্চিত্র প্রেমিক, যারা বড় পর্দায় সিনেমা দেখতে যান। বাকি ৯৮ শতাংশ মানুষ হয় বাড়িতে সিনেমা দেখেন, না হলে কাছাকাছি সিনেমা হল না থাকার কারণে দেখতে পান না।’
আমির দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনি হয়তো জানেন না আমাদের দেশে কোঙ্কনের মতো এমন অনেক জায়গা রয়েছে যেখানে একটিও সিনেমা হল নেই। ওখানকার মানুষ সিনেমা সম্পর্কে অবগত থাকলেও সিনেমা হল না থাকার কারণে সিনেমা দেখতে পান না।’
সবশেষে আমির বলেন, ‘আমার একটাই বক্তব্য, দেশের সমস্ত ছোট ছোট শহরে সিনেমা হল তৈরি করে সেখানে সস্তার টিকিট বিক্রি করতে হবে, তবেই মানুষের কাছে পৌঁছাতে পারবে সিনেমাগুলি।’