২০২৩-এর ক্রাইম সিরিজ 'ট্রায়াল বাই ফায়ার'-এ দেখা গিয়েছিল অভয় দেওলকে। তবে তারপর থেকে বহুদিন হল, তাঁকে আর সিনে পর্দায় দেখা যায়নি। তবে সম্প্রতি দিল্লির গুরুগ্রামে একটি নাইটক্লাবে ডিজে হয়ে দেখা দিলেন অভয়। নাইটক্লাবের উপস্থিত লোকজনের জন্য গান বাজাতে বাজাতে ধূমপান করতে দেখা যায় অভয় দেওলকে।
অভয় দেওলের নাইটক্লাবের এই ভিডিয়োটি উঠে এসেছে রেডিটে। যেখানে অভয়কে দেখে তাঁর স্টাইল ও লুকের প্রশংসা করতে ছাড়েননি নেটিজেনরা। অনেকেই অভয়ের এই ভিডিয়ো ঘিরে নানান মন্তব্য করেছেন। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার ভিজে বেশে দেখা গিয়েছে অভয়কে। যদিও অভয় এই সম্পর্কে কোনও কিছুই শেয়ার করেননি, তবে নাইটক্লাবের উপস্থিতির ক্লিপগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
এই ভিডিয়োর নিচে একজন মজা করে লিখেছেন, ‘দেওল বানানেই তো ডি আছে আবার ডি ফর ডিজে, তাই বিষয়টা মিলে গিয়েছে।’ আরও একজন লিখেছেন, ‘তাঁকে এমন হট অবতারে দেখব ভাবিই নি।’ কারোর মন্তব্য, ‘অভয় দেওলের স্টাইল লা জবাব।’