খুনের মামলায় রবিবারই গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে। এবার কারাগারে (জেল) বন্দি করা হল পর্দার ‘শেখ হাসিনা’কে। বাংলাদেশ সূত্রে খবর, ১৯ মে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত নুসরতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সেই সঙ্গে আগামী ২২ মে পরবর্তী শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
এদিকে এই মামলায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিনেত্রী নুসরত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণিত হলে ওঁকে ছেড়ে দেওয়া হবে। যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেফতার হন, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলছেন, নুসরত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর। তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন ফারুকী।
মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা বলি না। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব। সেক্ষেত্রে আমারদের জন্য, নুসরত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল।
তিনি আরও বলেন, তিনি বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান— প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।
ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেক দিন ধরেই ছিল। তদন্ত শেষ হওয়ার আগে সরকারের পক্ষ থেকে গ্রেফতারের কোনও উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গতবছর (২০২৪) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এক ‘খুনের চেষ্টা’-র মামলা রয়েছে নুসরতের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে রবিবার গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছিল। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নুসরত আওয়ামি লিগের হয়ে আর্থিক সাহায্য করেছিলেন বলেও অভিযোগ ওঠে।
বাংলাদেশে আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ার পর থেকে সেই দলের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে সেদেশের একের পর এক তারকাকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার। কয়েকদিন আগে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার কোপ পড়েছে নুসরতের উপর।