গত ৫ মে ‘হাউজ অ্যারেস্ট’ খ্যাত আজাজ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক অভিনেত্রী। অভিনেত্রীর দাবি অনুযায়ী, বলপূ💯র্বক একাধিকবার তাঁকে ধর্ষণ করেন আজাজ। বাধা দিয়েও কোনও লাভ হয়নি। কখনও বিয়ের প্রস্তাব দিয়ে কখনও আবার কাজের লোভ দেখিয়ে বারবার তাঁকে ধর্ষণ করেন অভিনেতা।
আজাজ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই পুলিশের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু বারবার চেষ্টা করার পরেও ফোনে পাওয়া যায় না ত♔াঁকে। চরকোপ থানার পুলিশ জানিয়েছেন, আজাদের ফোন বন্ধ। বাড়িতেও নেই তিনি। নিখোঁজ অভিনেতার খোঁজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: মুসলিম হয়েও হিন্দু রীতি মেনে পুজো উরফির, হামাগুড়ি দিয়♎ে গেলেন কোন মন্দিরে?
আরও পড়ুন: পেঁয়াজ-রসুনে না, নিজস𒉰্বী তুলতেও বাধা! মেট 𓆏গালায় যেতে মানতে হবে কী কী আজব নিয়ম?
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, গত ২৫ মার্চ আজাজ খান প্রথম তাঁর বাড়িতে আসেন। ঐদিন প্রথম জোর করে ধর্ষণ করেন তিনি। বেশ কয়েকদিন পর আবার ওই একই ঘটনা ঘটে। বౠারবার বাধা দিয়েও কোনও লাভ হয়নি। ইসলাম মতে যেহেতু চারবার বিয়ের অনুমতি রয়েছে, তাই ওই অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন আজাজ খান।
প্রথমদিকে বি♋য়ের প্রতিশ্রুতিতে ভুলে গেলেও পরে ওই অভিনেত্রী বুঝতে পারেন যে বিয়ের প্রতিশ্রুতি শুধুমাত্র এই নামমাত্র। সবশেষে আর থাকতে না পেরে গত ৫ মে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই অভিনেত্রী।
পুলিশকে ওই মহিꦍলা জানান, ‘হাউজ অ্যারেস্ট’ শোয়ে উপস্থাপনা করার লোভ দেখান অভিনেতা। শ্যুটিং শুরুও হয়। এরপর শ্যুটিং চলাকালীন ওই মহিলাকে প্রপোজ করেন অভিনেতা। শুধু তাই নয়, ওই মহিলার বাড়িতে গিয়ে বারবার ধর্ষণ করেন তিনি।
যদিও ꧟এই বিতর্কের মাঝেই নিখোঁজ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন আজাজ। গতকাল অর্থাৎ সোমবার বিতর্ক দানা বাঁধতেই ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘যখন আপনার সব থেকে বড় প্রচেষ্টাকে উপেক্ষা করা হয় এবং আপনার ক্ষুদ্রতম ভুলকে বিচ🦹ার করা হয়, তখন ভীষণ কষ্ট লাগে।’
আরও পড়ুন: কিং বেশে শাহরুখ, রাজকীয✤় অবতারে দিলজিৎ, মেট গালায়💦 চমক দিলেন ভারতীয় তারকারা
আরও পড়ুন: ইনফ্লু🌌য়েন্সারের সঙ্গে বিচ্ছেদের পর লেখেন খোলা চিঠি, চেনেন বাবিলের প্রাক্তনকে?
হাউজ অ্যারেস্ট প্রসঙ্গে
উল্লু অ্যাপের সর্বশেষ অনুষ্ঠান ‘হাউজ অ্যারেস্ট’ ঘিরে বারবার তৈরি হয়েছে বিতর্ক। অনুষ্ঠানে অভিনেত্রীদের অশ্লীল কাজকর্ম করার নির্দেশ দেন আজাজ। এমন একটি অনুষ্ঠান যা সর্বসমক্ষে দেখা যায় না। এই অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগেই উল্লু অ্যাপের মালিক এবং আজাজ খ🔯ানের 🉐বিরুদ্ধে সমন পাঠানো হয়েছিল।