সম্প্রতি ওয়ার ২ ছবিটির ঝলক প্রকাশ্যে আসার পর রামগোপাল ভার্মা তাতে থাকা কিয়ারা আডবানির বিকিনি লুক নিয়ে একটি কুরুচিপূর্ণ ইঙ্গিতবহ পোস্ট করেন। সেই মন্তব্য ✤নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এর মাঝেই ভাইরাল পরমব্রত চট্টোপাধ্যায় অতীতে পরিচালককে নিয়ে কী বলেছিলেন সেই কথা।
রামগোপাল ভার্মাকে নিয়ে কী বলেছেন পরমব্রত?
নববর্ষের সময় মুক্তি পেয়েছে কিলবিল সোসাইটি। সেই ছবির প্রচারের সময় টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার এবং ইউটিউবার অরিত্র বন্দ্যোপাধ্যায়কে দেওয়া একটি সাক্ꦚষাৎকারে পর𒆙মব্রত চট্টোপাধ্যায় কথা বলেন রামগোপাল ভার্মাকে নিয়ে। সেখানেই তাঁকে পরিচালকের বিষয়ে বলতে শোনা যায়, 'রামগোপাল ভার্মা গত ১৫ বছরে কোনও উল্লেখযোগ্য ছবি বানাননি। উনি মূলত পর্নোগ্রাফি বানান এখন। বানান। পর্ন ভালো ভাবে বানাতে পারলে আমি তাঁকে শ্রদ্ধা জানাবো। রাম গোপাল ভার্মা যে সময় ছবি বানিয়েছেন বেশ কিছু চমৎকার ছবি বানিয়েছেন। এখন আর তেমন ছবি বানাতে পারেন না।' পরমব্রত এদিন রামগোপাল ভার্মা প্রসঙ্গে আরও বলেন, 'উনি এখন মূলত যৌনধর্মী, যৌনগন্ধী ছবি বানান। এবং বেসিক্যালি বাজে বকেন।'
আরও পড়ুন: LOC-র কাছে কাশ্মীরের এই পাসটা এক ൲বলি অভিনেত্রীর নামে, দেশের জন্য কী করেছিলেন সেই সুপারস্টার?
কী ঘটিয়েছেন রামগোপাল ভার্মা?
ওয়ার ২ ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর টুইটারে সেটা নিয়ে একটি পোস্ট করেন রামগোপাল ভার্মা। সেখানে তিনি কথা বলেন কিয়ারা আডবানির বিকিনি লুক নিয়ে। লেখেন, 'আমাদের দেশের এবং সমাজের বদলে হৃতিক এবং জুনিয়র এনটিআরের মধ্যে যুদ্ধౠ চলছে যে কে ওর (কিয়ারার) B**k পাবে, আর এই ছবিটি B***buster হবে।' তাঁর এই ধরনের কথাবার্তা দেখে যারপরনাই বিরক্ত নেটপাড়া। কিয়ারাকে নিয়ে মন্তব্য করায় বিতর্ক শুরু হয়ে যায়।
প্রঙ্গগত, পরমব্রত চট্টোপাধ্যায়কে দর্শকরা শেষবার কিলবিল সোসাইটিতে আনন্দ ওরফে মৃত্যুঞ্জয় কর হিসেব𒊎ে দেখেছেন। এছাড়া মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত সিরিজ ভোগ।
আরও পড়ুন: ঘৃণা 'ভোটের মতোই পไণ্য'! জন্ম♔দিনের পরই ঋদ্ধি কেন লিখলেন, ‘পৃথিবীর সব ট্রোলতান্ত্রিক রাষ্ট্রের…’
আরও পড়ুন: টলিউডের পর এবার হিন্দি সিরিয়ালের নায়ক? কলকাඣতাকে পাকাপাকিভাবে বিদায় জানালেন নীল?