অক্ষয় কুমার অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। আর কদিন পরেই ইদের সময় মুক্তি পাবে এই ছবিটি। তার আগেই খেল খেল মে ছবির শ্যুটিং সেরে ফেললেন খিলাড়ি কুমার।
খেল খেল মে ছবির শ্যুটিং সারলেন অক্ষয়
অক্ষয় কুমার খেল খেল মে ছবিটির শ্যুটিং শেষ করলেন সদ্য। প্রযোজনা সংস্থা টি সিরিজের তরফে সদ্যই সেই খবর প্রকাশ্যে আনা হয়েছে। শুক্রবার, ২৯ মার্চ প্রযোজনা সংস্থার তরফে এই কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: 'দাবাং ৪'-এর ভবিষৎ অনিশ্চিত! ভাই আরবাজকে কী কী শর্ত দিলেন সলমন?
সেই পোস্টে ছবির নির্মাতাদের তরফে লেখা হয়েছে, 'শেষ হল। নিজেদের প্রস্তুত করে নিন প্রাণখোলা হাসি, ড্রামা, মজার জন্য।' প্রসঙ্গত এই ছবিটির পরিচালনা করেছেন মুদাসর আজিজ। মুখ্য ভূমিকায় অভিনয়ে দেখা যাবে অক্ষয় কুমার এবং তাপসী পান্নুকে। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন বাণী কাপুর, অ্যামি ভির্ক, আদিত্য শীল, প্রজ্ঞা জয়াওয়াল, ফারদিন খান, প্রমুখ।
খেল খেল মে ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, বিপুল ডি শাহ, রাজেশ বহেল, শশী সিনহা, অজয় রাই, প্রমুখ। এদিন এই ছবির শ্যুটিং শেষ সেই খবর প্রকাশ্যে আনার পাশাপাশি ছবির সেট থেকেও একটি ছবি পোস্ট করা হয়েছে।
খেল খেল মে প্রসঙ্গে
এই ছবিটির গল্প আবর্তিত হবে একদল বন্ধুকে ঘিরে যাঁরা বহুদিন পর আবার একসঙ্গে হয়েছে। ফলে সেখানে যেমন ভরপুর মজা রয়েছে তেমনই রয়েছে নানা সমস্যাও। এই ছবিতে হে বেবির ১৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন ফারদিন খান এবং অক্ষয় কুমার।
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০ তম ছবিতে! পয়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?