২০২৪-এর শেষলগ্নে এসে দেবের জয়জয়কার বাংলার বক্স অফিসে! খাদান জ্বরে কাঁপছে বাংলার উত্তর থেকে দক্ষিণ। মাত্র ১১ দিনে বক্স অফিসে ১০ কোটির গণ্ডি পার করে ফেলেছে দেবের ছবি, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পুষ্পা ২ ঝড়ের মাঝে মুক্তি পেয়েছিল খাদান, আরও তিন বাংলা ছবিকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে দেবের ছবি। আরও পড়ুন-ফিনল্যাল্꧟ডে তুষারের মাঝে🌳 জমল প্রেম! বছরশেষে ভালোবাসার ইস্তেহার ‘ভাবি ২’ তৃপ্তির?
খাদানের সাফল্যের মাঝেই টলিপাড়ায় নতুন জল্পনা। চর্চা খাদান হিট হতেই দেবের কাছে ফোন যায় এসভিএফেরও। রঘু ডাকাত নিয়ে নতুন উদ্যমে কাজ শুরুর প্রস্তাব আসে। সে কথা অস্বীকার করেননি দেবও। বরং মুচকি হেসে বলেছিলেন, এবার তাঁর পা💦রিশ্রমিকটা অন্তত বাড়বে। তবে বছর শেষ হওয়ার আগে নতুন গুঞ্জন। রঘু ডাকাত নতুন বছরে তৈরি হচ্ছে ঠিকই তবে নাকি বদলে যেতে পারে প্রযোজক।
২০২১ সালে এসভিএফ ঘোষণা করেছিল রঘু ডাকাতের। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়, নাম ভূমিকায় দ꧙েব। খালি গায়ে ধুতি পরে খড়গ আর মশাল হাতে দাঁড়িয়ে রয়েছেন দেব, মাথায় ফেট্টি। সেই লুক দেখে চমকে গিয়েছিল সকলে। কিন্তু তারপর থেকে বারবার আটকে গিয়েছে ছবির কাজ। কার্যত বাক্সবন্দি হয়ে পড়েছিল এই প্রোজেক্ট। কখনও শোনা গিয়েছে, দেবের চিত্রনাট্য পছন্দ হয়নি, কখনও আবার বাংলা ছবির মন্দার বাজারে বিগ বাজেট ছবি তৈরিতে রিস্ক নিতে চায়নি প্রযোজনা সংস্থা।
২০২৪ সালে খেলা ঘুরিয়ে দিয়েছে বহুরূপী-খাদানের মতো ছবি। তাই এসভিএফ চাইছিল দীর্ঘদিন পর দেবের সঙ্গে জুটি বেঁধে রঘু ডাকাতের কাজ শুরু করতে। তবে এখন কানাঘুষো ‘রঘু ডাকাত’-এর কাজ নাকি সত্যিই শুরু হবে তবে এ♎সভিএফ নয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে এই ছবি প্রযোজনা করবে সুরিন্দর ফিল্মস। খাদানের পর আবারও নিসপাল রানের সঙ্গেই নাকি হাত মেলাচ্ছেন দেব। যদিও শেষমেষ এই জল্পনা সত্যি হয়নি। এসভিএফের সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জুটি বেঁধেই তৈরি হবে রঘু ডাকাত।
নতুন বছরের প্রথম দিনেই রঘু ডাকাত নিয়ে বড় আপটেড দিতে চলেছেন দেব। যদিও পুরোটাই এখন জল্পনার স্তরে। এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও তথ্য মেলেনি। তবে খবর, সব ঠিক থাকলে ২০২৫-এর পুজোয় মুক্তি পাবে রঘু ডাকাত। ওদিকে উইন্ডোজ পুজোয় নিয়ে আসবে রক্তবীজ ২। সব মিলিয়ে ইংরাজি নতুন বছরেই𝄹 দুর্গাপুজোয় বাংলার বক্স অফিসের টক্কর কেমন হবে, তার আভাস পাবে বাঙালি দর্শক।