ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলা না-পসন্দ তাঁর। তবে তাঁর লাভ লাইফে উঁকিঝুঁকির শেষ꧃ নেই। কারণ এই মুহূর্তে বলিউডের অন্যতম এলিজেবল ব্যাচেলারের সঙ্গে তাঁর প্রেমচর্চা তুঙ্গে। কথা হচ্ছে অনন্যা পাণ্ডের। চানকি কন্যার সঙ্গে আদিত্য রায় কাপুরের প্রেম, এক কথায় বলিউডের ওপেন সিক্রেট।
নতুন বছরেই আদিত্যর সঙ্গে একান্ত সময় কাটাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন অনন্য়া। তবে গোপন থাকেনি সেই সিক্রেট লোকেশন। সোশ্যালে ভাইরাল হল লন্ডনের এক ঘরোয়া পার্টিতে আদিত্য-অনন্যার ঘনিষ্ঠ ছবি। এর আগেও ইউরোপ ট্রিপে আদিত্যর বাহুলগ্নౠা অনন্যার ছবি ইন্টারনেটে ঝড় তুলেছিল। তবে এই সব নিয়ে ‘ডোন্ট-কেয়ার’ মনোভাব অনন্যার। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এত কৌতুহল, অথচ এতে কিচ্ছু যায় আসে না অভিনেত্রীর। নিউজ এইন্টিনকে তিনি জানান, ‘এইসব চর্চা, গসিপ আমাকে ভাবায় না। অনন্যার সংযোজন, অভিনয় পেশায় আসা মানেই তুমি যেচে এগুলোর অংশ হচ্ছ। লো𒅌কে তোমাকে নিয়ে কৌতুহলী হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এটা আমাদের উপর নির্ভরশীল যে আমরা কোথায় দাঁড়ি টানব। কারণ আমার যেটা জরুরি,সেটা আমাকেই রক্ষা করতে হবে, আমি সেটাই চেষ্টা করি। এটা (গসিপ) আমার পেশার অংশ, তাই মন খারাপ করে লাভ নেই। আমার ক্ষমতায় যা আছে, আমি শুধু সেটাই নিয়ন্ত্রণ করতে পারি’।
সম্প্রতি কফি উইথ করণের এক এপিসোডে করণ সরাসরি আদিত্যকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি অনন্যাকে ডেট করছো?’ জবাবে ‘আশিকি ২’ তারকা বলেন-'করণ তু🦹মি নিজের শো-তে বলছো, আমাকে কোনও সিক্রেট জিগ্গেস করো না, (তাহলে) আমি মিথ্যে বলব না'। এরপর আদিত্যকে করণ মনে করান, এই কফি কাউচে বসেই অনন্যা নিজের নাম বদলে ফেলেছিলেন। জানিয়েছিলেন এখন তিনি ‘অনন্যা কয় কাপুর’। বলিউডের ‘নাইট ম্যানেজার’ জবাব দেন, ‘আমি আপাতত আদিত্য জয় কাপুর!’ ছাড়বার পাত্র নন করণ। তিনি পালটা জিগ্গেস করেন- ‘তাহলে কি তুমি মহানন্দে সিচুয়েনশিপে রয়েছো?’ অভিনেতার চটপট জবাব- ‘আমি আনন্দে রয়েছি’। রোম্যান্টিক বা সেক্সুয়াল সম্পর্ক যার কোনও সামাজিক ভিত্তি নেই, তাঁকেই বলে সিচুয়েশনশিপ। এই সম্পর্কে কোনওরকম কমিটমেন্ট থাকে না। অর্থাৎ ক্যাজুয়াল সম্পর্ক। যদিও সিচুয়েনশিপে বিশ্বাসী নন অনন্যা, স্পষ্ট জানান তিনি।
প্র❀সঙ্গত, ২০২২ সালে কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। তারপর কখনও ইউরোপ তো কখনও মলদ্বীপে এ𒁃কসঙ্গে ছুটি কাটিয়েছেন তাঁরা।
🤡অনন্যাকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের ছবি ‘খো গয়ে হাম কাঁহা’তে। এই ছবিতে অনন্যার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। চার বছরের ফিল্মি কেরিয়ারে এই প্রথম কোনও ছবির জন্য এতটা আলোচনায় নায়িকা। আগামিতে তাঁকে দেখা যাবে, ডেবিউ ওয়েব সিরিজ ‘কল মি বে’তে। এছাড়াও কন্ট্রোল এবং দ্য আনটোল্ড স্টোরি অফ শ্রীশঙ্কর নায়ার-এ।