সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। যদিও ৩ মাসের মধ্যে এই শূন্যপদে নিয়োগের নির্দেশও দিয়েছে শীর্য আদালত। এই রায় ঘোষণার পরই বহু তারকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তাঁদের নিজস্ব মতামত তুলে ধরেছেন। এবিষয়ে মতামত জানিয়েছেন জনপ্রিয় দুই সোশ্য়াল মিডিয়া ব্যক্তিত্ব অরিত্র দত্ত বণিক ও 'বং গাই' কি✱রণ দত্ত। কী বলছেন অরিত্র ও কিরণ?
সুপ্রিম রায় ঘোষণা হতেই অরিত্র দত্ত বণিক লেখেন, ‘যে কোনো সভ্য সমাজের মূল ভিত্তি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। আর আমাদের রাজ্যের রাজনৈতিক নেতারা দায়িত্ব নিয়ে সেই শিক্ষা ব্যবস্থাটাকেই চিতায় তুলে দিলো। এইসব নেতা-নেত্রীদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিৎ। এরা সমাজের জꦛন্যে খুবই ক্ষতিকর একদল ক্রিমিনাল।’
আরও পড়ুন-মানুষ যা খায়, ত𝄹ারই ঢেকুর ওঠে…, আর আমরা তো চোরেদের সরকার নিয়ে এসেছি…: হিরণ
অর্থাৎ অরিত্র দত্ত বণিকের কথাতেই স্পষ্ট, যে তিনি রাজ্য সরকার ও SSC নিয়োগ দুর্নীতি নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন। অরিত্রর পোস্টের নিচে এক নেটিজেন লেখেন, ‘এইসব নেতা-নেত্রীদের আজকে যেসব যোগ্য প্রার্থীরা চাকরি হারালেন তাঁদের হাতে তুলে দেওয়া উচিত। বাকিটা তাঁরাই বুঝে নেবেন।’ আরও একজন লেখেন, ‘সভ্য সমাজের ভিত্তির কথা মূর্খ, অশিক্ষিতরা বুঝবে এই আশা করাই তো অন্যায়!’ আরও একজন লেখেন, ‘কিছুতেই মেনে নিতে পারছি না... এরকম রায় যেটা এতো নি💜র্দোষ মানুষের জীবন নিয়ে নেবে এটা মানা যায় না...’। কেউ প্রশ্ন তুলেছেন, ‘২৬ হাজার ফ্যামিলি অসহায় হয়ে গেল চাকরি তো গেল কিন্ত টাকা ফেরত কে দেবে?’ কারোর কটাক্ষ, ‘কারণ রাজ্য টা আজ আর শিক্ষায় না, ভিক্ষায় চলে।’এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।
এদিকে SSC দুর্নীতি ও সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মতামত জানিয়ে 'বং গাই' কিরণ দত্ত ফেসবুকের পাতায় লেখেন, ‘আগে খারাপ লাগতো বোকার মতো গলা ফাটাতাম, এখন মনে হয় যা 𒐪হচ্ছে আর হবে সব🗹ই আমরা ডিসার্ভ করি!’
কিরণের পোস্টের নিচেও নিজেদের মতামত জানিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘আমার মনে হয়না যে আমাদের সাথ যেটা হয় সব সময় সেটা আমাদেরই কর্মফল কখনও কখনও সেটা অন্যের কর্মফল আমাদের ভোগ করতে হয়। তারও সবথেকে বড় উদাহরণ হয়তো আমরা আজকে পেলাম যেখানে ওই ২৬০০০ মধ্যে কিছু ব্যক্তিꦫ তো ছিলই যারা নিজের যোগ্যতা ও দক্ষতার দ্বারা চাকরিটা পেয়েছিল। কিন্তু কিছু স্বার্থপর লোভী অযোগ্য ব্যক্তির জন্য তাঁদের ও সর্বনাশ হলো।’
কেউ লেখেন✃, 'আগে রাজ্যের বাইরের মানুষ west bengal এর নাম শুনলে respect করতো এখন নাম শুনলে হাসাহাসি করে।' কারোর মন্তব্য, ‘ভোট এলেই সবাই সবকিছু ভুলে যাবে।’ কারোর মন্তব্য, ‘এ চোর🌺ের রাজ্যে সবই মায়াময়’। আরও একজন লেখেন, ‘একদম ঠিক, এই অবস্থার জন্য আমরাই দায়ী’। এমনই অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা।