টলিপাড়ার জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম হলেন অস্মিতা চক্রবর্তী এবং প্রারব্ধি সিনহা। ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের সেট🗹ে দুজনের প্রেম শুরু। আর তারপর থেকে জমিয়ে চলছে প্রেমটা।
প্♉রারদ্ধির জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিল অস্মিতা। দুজনের একাধিক ছবি শেয়ার করে লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে আমার সবকিছু। তুই আমার জন্য কী সেটা বলে বোঝাতে পারব না। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। অনেক ভালোবাসি তোকে। অনেক ভালোবাসি তোকে। খুব ভালো থাকিস। আর জীবনে সবকিছু যেন তুই পাস।’ আর সঙ্গে ভরে 🐬ভরে ছিল ভালোবাসার ইমোজি।
আরও পড়ুন:ꦆ ফোন করে সহকর্মীদের ‘না’ করলেন আস🌠তে, পরিণীতার সেটে কেন এমন করলেন ‘রায়ান’ উদয়
অস্মিতার পোস্ট🅠 করা প্রথম দিকের ছবিগুলি কেক কাটার। একটিতে তাঁকে প্রারব্ধির গালে চুমু খেতে দেখা গেল। প্রেমিকের এক্সারসাইজ করার একটি ভিডিয়োও দিয়েছেন অস্মিতা। দুজনে যে একইজায়গায় শরীরচর্চা করেন, তা পোস্ট থেকেই স্পষ্ট। এছাড়াও রয়েছে ভালোবাসা ভরা একাধিক সুন্দর সুন্দর মুহূর্ত।
আরও পড়ুন: ভাইয়ের বিয়েতে কাজরা রে-তে ফাജটিয়ে নাচ ঐশ্বর্য-অভিষেকের, মা-বা💞বাকে দেখে যা করল আরাধ্যাও
দেখুন সেই পোস্ট-
এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে অস্মিতাকে। তাঁর চরিত্রের নাম প্রিয়াঞ্জলি। আর প্রারব্ধি রয়েಞছেন অনুরাগের ছোঁয়াতে। একসঙ্গে কাজ ভাগ্যলক্ষ্মীতে। অনস্ক্রিন স্বামী-স্ত্রীর চরিত্রে কাজ করতে গিয়েই, মন দেওয়া নেওয়াটা হয়ে গিয়েছিল। প্রেমের কথা কোনোদিনই লুকোননি দুজনে। সোশ্যাল মিডিয়াও ভরা একে-অপরের সঙ্গে ছবিতে।
আরও পড়ুন: ১ মাসও হয়নি শুরু, দুগ্গামণি ও বাঘ মামা-য় নতꦇুন হিরো, তাহলে কি পালটে যাচ্ছেন মಞানালি-র স্বামী রাহুল?
তা বাস্তবে কবেবিয়ে করবেন প্রারব্ধি-অস্মিতা? এই নিয়🅷ে বছরখানেক আগে পর্যন্ত অভিনেত্রীর জবাব ছিল, ‘না না বিয়ের এখনও 🤡দেরি আছে। আমদের দুজনের এখন অনেকটাই অল্প বয়স।’ তবে তাঁদের জুটির ভক্তরা চান, এবার অন্তত চার হাত এক হোক।
প্রারদ্ধির জন্মদিনে ‘সূর্য’ দিব্যজ্যোতির শুভেচ্ছা
প্রায় তিন বছর ধরে অনুরাগের ছোঁয়ায় কাজ করছেন একসঙ্গে দিব্যজ্যোতি আর প্রারদ্ধি। আর বাস্তবেও নিজের ভাইয়ের জায়গাতেই প্রারদ্ধিকে 🎶বসিয়েছেন দিব্যজ্যোতি। হিন্দুস্তান টাইমস বাংলার কাছেও অকপটে দিব্যজ্যোতি বলেছেন, ‘আমার নিজের কোনো ভাই ছিল না। অনুরাগের ছোঁয়ায় আমি আমার ভাইকে পেয়েছি।’ সেই ভাইকেই জন্মদিনে ‘জিগর কা টুকরা’🗹 বলে সম্বোধন করলেন দিব্যজ্যোতি। জানালেন শুভেচ্ছাও।