একটা সময় শাহরুখ ও প্রিয়াঙ্কাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যেত। অনেকের মতে তাঁরা নাকি সম্পর্কে ছিলেন। যদিও সে সব এখন অতীত। বিদেশে স্বামী সন্তানকে নিয়ে জমিয়ে সংসার করছেন 🔴প্রিয়াঙ্কা, অন্যদিক বাদশার ছেলে মেয়েরাও এখন বড় হয়ে গিয়েছে। শাহরুখ-কন্যা সুহানা তো ইতিমধ্যেই তাঁর বলিউড অভিষেক সেরে ফেলেছেন। তাঁদের দু'জনের জীবন দু-দিকে এগিয়েছে। কিন্তু তার মাঝেই হঠাৎ দেখা। মেট গালার নীল গালিচায় হাঁটলেন তাঁরা।
বলিউড সুপারস্টার শাহরুখ খান মেট গালা ২০২৫-এ সব্যসাচীর পোশাক পরে নীল গালিচায় হেঁটে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এটা ছিল কিং খানের প্রথম মেট𒀰 গালা। অন্যদিকে, এই মেট গালায় নজর কাড়েন প্রিয়াঙ্কা চোপড়াও। তবে একা নয় অনুষ্ঠানে স্ব🙈ামী নিক জোনাসকে নিয়েই হাজির ছিলেন প্রিয়াঙ্কা। যদিও দু'জন, দু'জনের সঙ্গে কোনও কথা বলেননি তাঁরা।
একটি অস্ট্রেলিয়ান ম্যাগাজিন, ♏অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিকদের নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তাঁদের 'প্রাক্তন জুটি' বলে সম্বোধন করে রীতিমতো আলোড়ন তুলেছে সেই ম্যাগাজিন।
কী ঘটেছে?
মেট গালার একদিন পর, 'ম্যারি ক্লেয়ার অস্ট্রেলিয়া' ২০২৫ সালের মেট গালার প্রাক্তন জুটিদের নিয়ে একটি ভিডিয়ো পোস্ট শেয়ার করেছেন। ভিডিয়োটিতে ব্যারি কেওগান এবং সাবরিনা কার্পেন্টার, 🔯লুইস হ্যামিল্টন এবং নিকোল শেরজিঙ্গার, প্যাট্রিক শোয়ার্জনেগার এবং মাইলি সাইরাস-সহ আরও অনেকে ছিলেন। কিন্তু এই সব কিছুর মধ্যে ভক্তদের নজর কেড়েছে শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি। ভিডিয়োটিতে শাহরুখ-প্রিয়াঙ্কার ছবি দিয়ে লেখা ছিল, ‘সকলের নজর মেট গালায় এই 🤪প্রাক্তন জুটির দিকে।’
আরও পড়ুন: কা🐎ঞ্চনের জন্মদিনে বিশেষ আয়োজন শ্রীময়ীর, ফুলকো লুচি থেকে ফিস ফাই, পা✃বদা মাছ! আর কী কী ছিল মেনুতে?
আর🅠 তা দেখেই ভক্তরা রীতিমতো অবাক। একজন লিখেছেন, ‘কি! অফিসিয়াল পেজের পোস্ট এটা।’ আরেকজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখকে দেখানো হল.. আমার 💙এটা ভালো লেগেছে।’ তৃতীয় একজন ভক্ত হেসে বললেন, 'এসআরকে এবং প্রিয়াঙ্কাকে রেখে সাহসিকতার পরিচয় দিয়েছে।'
প্রসঙ্গত,♔ শাহরুখ এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে ‘ডন’ এবং ‘বিল্লু’র মতো বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। ‘ডন ২’-এর শুটিংয়ের সময় দুজনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু সেই সময় কেউই এই গুঞ্জনের কোনও জবাব দেননি।
আরও পড়ুন: শা🧸হরুখের মেট গালা লুক নকল করলেন বন্ধু কাজল, ২ তারকার খুনসুটি দেখে নস্টালজিয়ায় ভাসল নেটপাড়া
আর ম্যারি ক্লেয়ারও ক্যাপশনে তাঁদের গুঞ্জনে🍌র সম্পর্কে নানা কথা বলেছেন, কিন্তু হালকা ভাবে। ক্যাপশনে লেখা ছিল: ‘আপনি কখনওই জানেন না যে আপনার কখন একজন প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হয়ে যাবে। সুপারমার্কেটে? সম্ভবত। কিন্তু আপনি যদি একজন সেলিব্রিটি হন, তাহলে? এমন একটি তারিখ আছে যার মাধ্যমে আপনি গ্যারান্টি দিতে পারেন যে আপনি একজন প্রাক্তন (গুজবযুক্ত) প্রেমিকের সাথে দেখা করবেন, তা হল মে মাসের প্রথম সোমবার।’
২০২৫-এর মেট গালা প্রসঙ্গে
শাহরুখ এবং প্রিয়াঙ্কা ছাড়াও, ২০২৫-এর মেট গালায় দিলজিৎ ♛দোসাঞ্জ , কিয়ারা আডবানী, মনীশ মালহোত্রা, প্রবাল গুরুং, সব্যসাচী, ইশা আম্বানি এবং নাতাশা পুনাওয়ালাদের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে।