গত শনিবার ১২ অক্টোবর ছেলের বান্দ্রার অফিসের সামনে ৩ আততায়ী এসে নির্মম ভাবে গুলি করে হত্যা করে বাবা সিদ্দিকিকে। তাও একবার গুলি নয়। একাধিকবার গুলি করা হয় তাঁকে। বুক এবং পেটে একাধিক ক্ষত হওয়ায় তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে বাবা সিদ্দিকির দিকে ৬ রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে ৩ টি তাঁর দেহে লেগেছে। আর এই ঘটনা যেন আরও একবার বলিউডের সঙ্গে আন্ডার ওয়ার্ল্ডের নিবিড় যোগ এবং শত্রুতার কথা মনে করিয়ে দিল।
আরও পড়ুন: '২০২৪ ভীষণ স্বস্তিদায়ক একটা বছর...' পুজো শেষ হতে না হতেই কেন এমন লিখলেন সৃজিত?
আরও পড়ুন: বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ কী হল কোয়েলের! কেন বললেন, 'মানসিক সুস্থতা কামনা করি...'?
বলিউড এবং আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক বহু বছরের পুরনো, সে ভালো হোক বা খারাপ। কিন্তু করিম লালা যাঁর মূল ব্যবসা ছিল কিডন্যাপ করে, কন্ট্রাক্ট নিয়ে হত্যা করা, মাদক দ্রব্য পাচার করা তিনিই ছিলেন কোনও রকম বিচার চাইলে তার সহজ সমাধান পাওয়ার একমাত্র ব্যক্তি। করিম লালা ঈদের সময় তাঁর বাড়িতে বলিউড তারকাদের ডাকতেন। দিলীপ কুমার হেলেনকে নিয়ে গিয়েছিলেন করিম লালার কাছে একটা সমস্যার সমাধান করতে। লালা সেই সময় তাঁর সমস্যা মিটিয়েও দেন বলে শোনা যায়।
কিন্তু কীভাবে বলিউডে মাস্তানরা ঢুকেছিল? জানা যায় যখন অভিনেতারা ইচ্ছে করে শ্যুটিং পিছিয়ে দিত, শ্যুটিং করত না তখন এঁদের সাহায্য প্রযোজকরা তাঁদের ভয় দেখাতেন। তবে করিম লালা বা ভরাদ্রজন মুদালিয়র ফিল্ম দুনিয়ায় এভাবে প্রবেশ করলেও মহিলাদের দিকে তাঁরা ফিরেও তাকাতেন না। কিন্তু হাজী মাস্তান সুন্দরী অভিনেত্রীদের দিকে আকৃষ্ট ছিলেন। তাঁর মধুবালাকে এতই পছন্দ হয় যে তিনি তাঁর মতো একজনকেই বিয়ে করেন, সিনেমায় পয়সা লাগান। কিন্তু দাউদ ইব্রাহিম যখন বলিউডের সঙ্গে যুক্ত হন তখন তিনি আন্ডার ওয়ার্ল্ডকে প্রথম কর্পোরেটাইজ করেন। অভিনেতাদের দুবাই নিয়ে যান শো করতে। ইন্ডাস্ট্রির অনেকেই খবরির কাজ করতে থাকেন।
চাপ দিয়ে যে টাকা আদায় করত এই আন্ডারওয়ার্ল্ডের দুষ্কৃতীরা সেটার বিরুদ্ধে প্রথম সরব হন প্রীতি জিন্টা। তাঁর পুরুষ সহকর্মীরা মুখে কুলুপ এঁটে রাখেন যদিও। পরবর্তীতে মুম্বই পুলিশের দক্ষতায় দাউদ এবং ছোট রাজন ধীরে ধীর বলিউডকে থ্রেট করা, চাপ দিয়ে টাকা আদায় করা বন্ধ করে দেয়। কিন্তু তারা সরলেও উত্থান হয় রবি পূজারির মতো দুষ্কৃতীদের।